মোঃ মহাসিন মিয়া-৮৩৬, দীঘিনালা প্রতিনিধিঃ
পার্বত্য জেলা খাগড়াছড়ির দীঘিনালায় উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযথ মর্যাদায় জাতীয় শোক দিবস পালন করা হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুর ম্যুরাল এ পুস্প মাল্য অর্পন করে শ্রদ্ধা জানান উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ,উপজেলা মুক্তিযুদ্ধা ও সন্তান কমান্ড, দীঘিনালা থানা পুলিশসহ বিভিন্ন সরকারি দপ্তরের নেতৃবৃন্দ, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ পুস্প মাল্য অর্পন শেষে শারিরীক দুরুত্ব বজায় রেখে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা ও দোয়া মাহফিলে দীঘিনালা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ উল্লাহ’র সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন দীঘিনালা উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজ্বী মোঃ কাশেম, ভাইস চেয়ারম্যান মোঃ মিন্টু মিয়া, উপজেলা সহকারী(ভূমি কর্মকর্তা) মিসেস, গাজালা পারবীন, উপজেলা আনসার ভিডিপি(ভারপ্রাপ্ত) কর্মকর্তা মিসেস, রোকেয়া পারভীন, উপজেলা শিক্ষা অফিসার জনাব, মিনহাজুল উদ্দিনসহ অনান্য কর্মকর্তা, কর্মচারী বৃন্তরা।
এ সময় বক্তরা বঙ্গবন্ধু ও তার পরিবারের খুনিদের বিদেশ থেকে দেশে এনে ফাঁশি কার্যকরের দাবী জানান।