“সরকারি ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজে শোক দিবস পালন “

“সরকারি ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজে শোক দিবস পালন “

117710179 339032757487013 1740906451222477581 N

মোঃ শিমুল পারভেজ
মোবাইল -০১৭৮২৪৫৬৭৮৪

১৫ ই আগস্ট বঙ্গবন্ধুর ৪৫তম মৃত্যুবার্ষিকীতে ও তার পরিবারের শহীদের আত্নার মাগফেরাত কামনায় স্বাদেচিপ এবং কলেজ ছাত্রলীগের উদ্যোগে ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ প্রাঙ্গণে সকাল ৯ ঘটিকায় বঙ্গবন্ধু মোরালে বিনম্র শ্রদ্ধা জানাতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন স্বাদেচিপের সভাপতি ডাঃ দৌলত আল মামুন, মহাসচিব ডাঃ একেএম মামুনুর রশীদ চৌধুরী,,, সহসভাপতি ডাঃ জাহিদ সমাজি, সাংগঠনিক সম্পাদক ডাঃ সোহরাব হোসেন, ডাঃ অনুপুমা, ডাঃ শাহিদা পারভিন রুপা এবং ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ ছাত্রলীগের নেতা ডাঃ জাহাঙ্গীর আলম জয়,ডাঃ আদল ইনসান এবং আরো অনেকে উপস্থিত ছিলেন।

পুষ্পস্তবক অর্পণ শেষে সকাল ১১ ঘটিকায় বক্তব্য রাখেন স্বাদেচিপ ও ছাত্রলীগের নেতারা।
এরপর সরকারি ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ মসজিদে যোহরের নামাজ শেষে বঙ্গবন্ধু ও তার পরিবারের আত্নার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।

Please Share This Post in Your Social Media

© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY Rayhan