শিক্ষা গ্রহণের অন্যতম একটি মাধ্যম হচ্ছে reading. যেকোন ভাষা শিক্ষার ক্ষেত্রে reading এর কোন বিকল্প নেই। কোন Text বা অনুচ্ছেদ পড়ার মূল লক্ষ্য হচ্ছে ঐ পঠিত বিষয় থেকে জ্ঞানলাভ করা। আর জ্ঞানলাভের সবচেয়ে মৌলিক ধাপ হচ্ছে বোধগম্যতা । অর্থাৎ, কোন বিষয় সম্পর্কে পড়ে তা বুঝতে হবে, তবেই জ্ঞান আরোহণ করা সম্ভবপর হবে।
English এর reading skill বাড়ানো বর্তমান সময়ে অনেক গুরুত্বপূর্ণ। কেননা জ্ঞান বিজ্ঞানের সকল ক্ষেত্রেই ইংরেজির আধিপত্য অনস্বীকার্য। বর্তমান সময়ে English reading এ পারদর্শী না হলে আপনি অনেক ক্ষেত্রেই পিছিয়ে পড়া একজন মানুষ হিসেবে বিবেচিত হবেন। Reading skill উন্নত করার গুরুত্ব নিয়ে আর তেমন কিছু বলার প্রয়োজন নেই।
কোন ReadingText বোঝার জন্য নিম্নলিখিত ধাপগুলো অনুসরণ করতে হবে ঃ
(1) Reading and rereading carefully (মন দিয়ে বারবার পড়া) ঃ যে কোন পঠিত বিষয় বার বার পড়লে তা ক্রমান্বয়ে বোধগম্য হয় । কেউ কোন জিনিস একবারে না বুঝলে তা বার বার পরার মাধ্যমে অতি সহজে বুঝা যায় , এবং ঐ বিষয় সম্পর্কে পরিপূর্ণ ধারনা লাভ করা যায় । তুমি যা করতে পার তা হলো কোন লিখিত Textবা অনুচ্ছেদ পড়া, পুনরায় পড়া এবং আলোচিত বিষয় সম্পর্কে ভালোভাবে বোঝার জন্য বারবার পড়া। বার বার পরার ফলে sufficient vocabulary skill develop করা যায় , sentence এর লিখা নিয়ে পরিপূর্ণ ধাওরনা লাভ করা যায়। তাই বেশি বেশি রিডিং পড়তে হবে।
(ii) Reading For Pleasure (আনন্দের উদ্দেশ্যে): মনে রাখবে যে পড়ায় আনন্দ পাওয়া যায়না, তা কারও পড়তে ইচ্ছে করে না। এবং পড়ায় আনন্দ না পেলে মন বসে না , তাই যে রিডিং এ আনন্দ পাবে না তা , বাদ দিয়ে নতুন একটা টপিক নাও যা তোমার ভালো লাগে বা লাগবে। আনন্দের উদ্দেশ্যে সাধারণত গল্প, কবিতা, উপন্যাস, নাটক, ইত্যাদি পড়া হয়। আমরা ইংরেজি গল্প, কবিতা, উপন্যাস, ইত্যাদি পড়ার মাধ্যমে আমাদের Reading Skill উন্নত করতে পারি। আনন্দের উদ্দেশ্যে পড়া হলেও এর মাধ্যমে আমরা অনেক নতুন vocabulary জানতে পারি এবং এতে করে আমাদের অবচেতনে আমাদের মধ্যে ইংরেজি ভাষার গঠন সম্মন্ধে একটি সুস্পষ্ট ধারণা গঠিত হয়।
(iii) Checking your knowledge about the topic (পঠিত বিষয় সম্পর্কে জ্ঞান যাচাই করা) ৪ কোন Text বা অনুচ্ছেদ পড়ার আগে তুমি বিষয়টি সম্পর্কে কতটা জানো, তা ভেবে দেখ। তুমি যখন পড়ছ, তখন বিষয়টি সম্পর্কে কী জানতে চাও, তা নিয়ে ভাবো। Text বা অনুচ্ছেদটি পড়ার পরে, তুমি বিষয়টি সম্পর্কে কী শিখেছো, তা ভাবো। KWL (Know, wantto know, and learned) (জানা, জানতে চাই, শিখেছি) কৌশল তোমাকে কোন Text বা অনুচ্ছেদকে আরো ভালোভাবে বুঝতে সাহায্য করবে।এবার তুম,ই নিজে নিজে কিছু নতুন লিখার অভ্যাস কর , যা তোমার রাইটিং এ এক্সপার্ট হতে সাহায্য করবে । মনে রাখবে ভালো রাইটার হতে হলে ভালো রিডার হতে হবে। রিডিং পড়ার মাধ্যমে knowledge বেড়ে যায় অনেক গুন । ধরনা লাভ করা যায় বিভিন্ন বিসয়ে।
(iv) Using contextual clues ( প্রাসঙ্গিক সূত্রের ব্যবহার) ৪ আমরা রিডিং পড়তে গেলে প্রতি নিয়ত নতু নতুন শব্দ পাই যার অর্থ আমাদের জানা নেই , তখন আমরা তার আগের clause এবং পরের clause এর সাথে মিল রেখে সম্পূর্ণ বাক্যের অর্থ বুঝার চেষ্টা করি এবং তাই হয়। কোন Text বা অনুচ্ছেদে পাওয়া শব্দ বা বাক্য তোমাকে অনুচ্ছেদটির অর্থ আরো ভালোভাবে বুঝতে সাহায্য করে। এসকল শব্দ বা বাক্যই হচ্ছে Contextual Clues বা প্রাসঙ্গিক সূত্র। লক্ষ্য করে দেখবে, অনুচ্ছেদটিতে তুমি অজানা বিষয় বা শব্দের সংজ্ঞা, প্রতিশব্দ, বিপরীতার্থক শব্দ বা উদাহরণ পাবে। উদাহরণস্বরূপ, নিচের পাঠ্যাংশে ব্যবহৃত ‘arrogant’ শব্দটি তোমার কাছে একটি নতুন শব্দ। Contextual Clues বা প্রাসঙ্গিক সূত্র ব্যবহার করে তুমি সহজেই শব্দটির অর্থ বুঝতে পারবে । Runa said to me, “Helena is arrogant. She thinks she is the wisest of our friends.”
এখন, Contextual Clues বা প্রাসঙ্গিক সূত্র ব্যবহার করে তুমি ‘arrogant’ শব্দটির অর্থ অনুমান করতে পারবে। তুমি সহজেই বুঝতে পারবে, ‘arrogant’ শব্দটি কোন নেতিবাচক কিছু বোঝায়। কারণ হেলেনা নিজেকে তার বান্ধবীদের মধ্যে সবচেয়ে জ্ঞানী মনে করে। সুতরাং, Contextual Clues বা প্রাসঙ্গিক সূত্র ব্যবহার করে কোন অনুচ্ছেদ বুঝা একটি কার্যকর কৌশল।
পড়ার ধরন দুটি যেমন ঃ Skimming এবং Scanning
Skimming হলো কোন বিষয় সম্পর্কে একটি সাধারণ ধারণা পেতে দ্রুত পড়া। অন্যদিকে, Scanning হচ্ছে কোন বিষয় সম্পর্কে একটি নির্দিষ্ট ধারণা পেতে পড়া। উদাহরণস্বরূপ, তুমি যখন কোন সংবাদপত্র পড়, তখন গতকাল দেশ ও দেশের বাইরে ঘটে যাওয়া ঘটনাসমূহ সম্পর্কে ধারণা পেতে শুধু সংবাদপত্রের শিরোনামগুলো পড়। পড়ার এই পদ্ধতিটি হচ্ছে Skimming। কিন্তু কখনো কখনো, তুমি একটি বা দুটি সংবাদ আকষর্ণীয় মনে করে সেগুলো বিস্তারিতভাবে পড়। এটি হচ্ছে Scanning | উপরোল্লিখিত ধাপ ও পড়ার পদ্ধতি অনুসরণ করে তুমি সহজেই কোন Text বা অনুচ্ছেদ পড়ে বুঝতে পারবে।
Mohammad Shahjahan
Teacher (English)
Kurmitola High School and College