S.S.C English 2nd Paper Advice

S.S.C English 2nd Paper Advice

ID 1141

প্রিয় এসএসসি পরীক্ষার্থী -২০২৩ বন্ধুরা,

ইংরেজি ২য় পত্র নিয়ে অনেকের সুস্পষ্ট ধরনা নাই কিভাবে কোন অংশের উত্তর লিখবে তাই আজকে ইংরেজি ২য় পত্রের আলকে ১০০ মার্কস এর পূর্ণাঙ্গ ধনা দেওয়ার চেষ্টা করেছি এবং এ+ পাওয়ার জন্য তোমাকে কিছু কৌশল অবলম্বন করতে হবে। নিম্নে এগুলো নিয়ে আলোচনা করা হল-
অধিকাংশ শিক্ষার্থী সারা বছর Grammar অংশ বেশি বেশি চর্চা করে থাকে। যার ফলে অনেক সময় Composition Part টি উপেক্ষিত থেকে যায়।তাই গ্রামার এর পাশাপাশি বর্ণনামূলক অংশটিও সমান গুরুত্ব দিয়ে নিয়মিত পড়তে হবে। বিষয়বস্তুর ওপর পরিষ্কার ধারণা রাখতে হবে এবং প্রচুর লিখার অভ্যাস করতে হবে।

ইংরেজি ২য় পত্রের নম্বর থাকছে ১০০। Grammar অংশে ৬০ এবং Writing part-এ ৪০ নম্বর।
Grammar Part
Ques. No.1: Gap filling activities without clues:( Preposion, articles and zero(x) articles ব্যবহার করে শূন্যস্থান পূরণ করতে হবে।যেখানে কোনো article ব্যবহৃত হবে না, সেখানে zero article অর্থাৎ, ‘×’ চিহ্ন ব্যবহৃত হবে।এ অংশে ১০টি শূন্যস্থানসহ একটি অনুচ্ছেদ থাকবে। শুধু a, b, c, d, ….. লিখে সঠিক উত্তর টি লিখবে।
Ques. No.2: Gap filling activities with/without clues: এ অংশে with/without clues এর যে কোন একটি থেকতে পারে , তবে with clues থাকার সম্ভাবনা বেশি । বক্সে দেওয়া প্রদত্ত parts of speech সঠিক ব্যবহার করে শূন্যস্থান পূরণ করতে হবে। প্রয়োজনে গ্রামারের পরিবর্তন করা যাবে। এ অংশে ১০টি শূন্যস্থানসহ একটি অনুচ্ছেদ থাকবে। শুধু a, b, c, d, ….. লিখে সঠিক উত্তর টি লিখবে।
Ques. No.3: Substitution Table: এ অংশে তিনটি column বিশিষ্ট একটি Table দেওয়া থাকবে। প্রথম column–এ ছয়টি Subject থাকে, দ্বিতীয় column-এ Verb থাকে এবং তৃতীয় column-এ Sentence–এর বাকি অংশ দেওয়া থাকে। প্রথমে ভালো করে পড়ে নিবে এবং বাংলা অর্থ বুঝার চেষ্টা করবে । তার পর ১ম column থেকে সঠিক subject বাচাই করে ২ য় column থেকে verb এবং ৩য় column থেকে পরের অংশ নিয়ে a,b,c,d …. এভাবে সিরিয়ালি লিখে Table সম্পূর্ণ করতে হবে। Text এর ধারাবাহিকতা বজায় রাখা উত্তম ।

Ques. No.4: Right form of verbs: বিশেষএ করে এ অংশটি শিক্ষার্থীদের জন্য একটু কঠিন মনে হয় । এ অংশে box এ ১০টি verb , মাঝে মাঝে ১/২ টি কম থাকতে পারে সেক্ষেত্রে ১ টি verb ২ বার ব্যবহার হবে। শূন্যস্থানসহ একটি অনুচ্ছেদ থাকবে। Right form of verbs এর জন্য খুবই গুরুত্ত্ব পূর্ণ হোল active and passive mood , Subject-verb-agreement, person, number এবং tense–এর ব্যবহার । অনেক সময় verb-এর negative form ব্যবহার করা লাগতে পারে।

Ques. No.5: এখানে দুশিন্তার কোন কারন নেই , এখন simple , complex and compound এই টপিকটি এবার তোমাদের নেই । তাই সহজ আইটেম গুলুই পাবে। Changing sentences: এ অংশে ১০টি বাক্যের একটি অনুচ্ছেদ থাকবে। বাক্যগুলোর পাশে ব্রাকেটের ভেতরে দেওয়া নির্দেশনা অনুসারে বাক্যগুলোকে রূপান্তর করতে হবে।
Ques. No.6: Completing Sentences: প্রশ্নপত্রের এ অংশে ৫টি incomplete sentence দেওয়া থাকবে। এ বছর প্রশ্নে কিছু direction থাকবে যেমন এই কয়েকটির মধ্যেই সীমাবদ্ধ্ব থাকতে হবে ( conditional clause/ gerund/ infinitive/ participles/ phrase ) এবং এদের দ্বারা শূন্যস্থান পূরণ করতে হবে। এ প্রশ্নের উত্তর লেখার সময় অবশ্যই context ও grammar অনুসরণ করে পূর্ণ Sentence–এ লিখবে। প্রশ্ন তুলে তার পর উত্তর লিখতে হবে। যে অংশটি পূরণ করবে, সে অংশটির নিচে দাগ দিবে।
Ques. No.7: Use of suffix and prefix: এ অংশে একটি অনুচ্ছেদ দেওয়া থাকবে। অনুচ্ছেদের ভিতরে চৌদ্দটি শব্দকে ব্রাকেটের মধ্যে দেওয়া থাকবে। মূলশব্দের সঙ্গে context অনুসারে উপযুক্ত prefix বা suffix অথবা prefix ও suffix উভয়ই যোগ করে উত্তর লিখবে।
Ques. No.8: Making tag questions: এ অংশে প্রশ্ন তুলে তার পর উত্তর লিখতে হবে। sentence এর শেষে Comma ব্যবহার করবে। উত্তর অংশটির নিচে দাগ দিবে, এবং Sentence–এর শেষে চিহ্ন ব্যবহার করতে ভুল করবে না।উত্তর এর শুরুতে Auxilary/be verb বসবে তা অবশ্যই small letter এ হবে।
Ques. No.9: Use of capitals and punctuation marks: প্রশ্নপত্রের এ অংশে একটি অনুচ্ছেদ দেওয়া থাকবে, যেখানে কোনো punctuation marks (বিরাম চিহ্ন) দেওয়া থাকবে না। উপযুক্ত punctuation marks এবং capital letter ব্যবহার করে অনুচ্ছেদটি লিখবে।
Writing Part
Ques. No.10: এ অংশে অবশ্যই প্রশ্ন পড়ে নিবে এবং প্রশ্নে দেওয়া প্রদত্ত নাম ব্যবহার করতে হবে । সে অনুসারে একটি cover letterসহ CV লিখতে হবে। উত্তরপত্রের বামপাশের পৃষ্ঠায় cover letter এবং ডান পাশের পৃষ্ঠায় CV লিখবে।
Ques. No. 11: Writing Formal Letter (complaint letter, notice): এ অংশটি তোমাদের জন্য সম্পূর্ণ নতুন তাই এ অংশের জন্য ভালো করে প্রস্তুতি নেবে।Complaint letter আসার সম্ভাবনা বেশি ,সামপ্রতিক ঘটনা, প্রাতিষ্ঠানিক সমস্যা, কোন সমস্যার ওপর ভিত্তি করে আসতে পারে ।
Ques. No.12: Paragraph Writing: এ অংশে প্রশ্নপত্রের দেওয়া নির্দেশনা অনুযায়ী নির্দিষ্ট শব্দের মধ্যে একটি paragraph লিখবে। অনেকেই বল কত page লিখতে হবে । এখানে page বিষয় নয় , প্রশ্নে কর শব্দের মধ্যে লিখতে বলা হয় তা অনুসরন করতে হবে । হাতের লেখা অবশ্যই সুন্দর হতে হবে , ওভার রাইটিং/কাটাকাটি করা যাবে না। সুন্দর একটি Paragraph লেখার সময় অবশ্যই প্রথম Sentence–এর মধ্যে Paragraphটির বিষয়বস্তু সম্পর্কে স্পষ্ট ধারণা দিবে এবং পরবর্তী Sentenceগুলো দ্বারা প্রথম Sentence-এ প্রদত্ত বিষয়বস্তুকে ব্যাখ্যা করবে।
Probable suggestions

CV writings: a) For the post of a Receptionist. b) For the post of a junior/senior office in a bank. C) For the post of a IT/computer operator d) For the post of an assistant teacher e) For the post of a librarian f) For the post of a software engineer g) For the post of a medical representatives / sales man

Complaint Letters: a) Complaining about missing goods/defective goods / damage goods b) Complaining about mosquito menace c) Complaining about anti social activities d) Complaining about poor condition of canteen/common room/library/computer lab in your school.
Notice: a) Summer / Winter / Eid/Puja vacation. b) Arrange a study tour./ Ekushey February-the International Mother Language Day. c) Celebrate the Birth Anniversary of the Father of the Nation Bangabondhu Sheikh Mujibur Rahman.

Paragraph writings : a) Tree Plantation. b) Your school Magazine. c) The life of Farmer/rickshaw puller / a street beggar/ a street hawker . d) A Book fair.e) Load-Shedding. f) Traffic Jam. g) A tea stall. h)Deforestation. i) A Winter Morning. j) Mobile phone k) environment pollution l) A School Library. m)The Padma Multipurpose Bridge n)Covid-19. O)A moonlit night. P) A village fair.q) National flag.

মনে রাখবে যত চর্চা তত ভালো ,তাই এই সাজেশান এর উপর ১০০ ভাগ নির্ভর হবে না।

Mohammad Shahjahan
Asst. Teacher (English)
Kurmitola High School and College

Please Share This Post in Your Social Media

© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY Rayhan