রাজশাহীতে জাতীয় পরিসংখ্যান দিবস পালিত

রাজশাহীতে জাতীয় পরিসংখ্যান দিবস পালিত

274922447 3181517938842673 2671703554122272720 N

সঠিক পরিসংখ্যান অপচয় ও দুর্নীতি প্রতিরোধে ভূমিকা রাখে- বিভাগীয় কমিশনার
রাজশাহী প্রতিনিধি :
রাজশাহী বিভাগীয় ও জেলা পরিসংখ্যান কার্যালয়ের আয়োজনে জাতীয় পরিসংখ্যান দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রোববার (রোববার) সকালে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এর আগে ‘গুণগত পরিসংখ্যান উন্নত জীবনের সোপান’ প্রতিপাদ্যকে সামনে রেখে বেলুন ও ফেস্টুন উড়িয়ে উদ্বোধন করা হয়।
উক্ত সভায় জেলা প্রশাসক আব্দুল জলিল এঁর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিভাগীয় কমিশনার জিএসএম জাফরউল্লাহ্ এনডিসি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. জিয়াউল হক।
প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার জিএসএম জাফরউল্লাহ্ এনডিসি বলেন, পরিসংখ্যান ব্যতিত কোনো জাতি উন্নতি করতে পারে না। সঠিক পরিসংখ্যানের ওপর নির্ভর করে ভবিষ্যৎ পরিকল্পনা ও উন্নয়ন। উন্নত জীবনের সোপান তৈরি করে সঠিক পরিসংখ্যান। পরিসংখ্যান সঠিক না হলে ভয়াবহ বিপর্যয় দেখা দিতে পারে। সঠিক পরিসংখ্যান সঠিক পরিকল্পনা গ্রহণে তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখতে পারে। এছাড়াও সঠিক পরিকল্পনা প্রণয়নে গুণগতমানের পরিসংখ্যানিক তথ্যে কোনো বিকল্প নেই। শুমারি ও চলমান বিভিন্ন জরিপ কার্যক্রমে দায়িত্ব পালনকারী ব্যক্তি এবং সংশ্লিষ্ট দপ্তর দায়িত্বশীল ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
বিশেষ অতিথির বক্তব্যে অতিরিক্ত বিভাগীয় কমিশনার বলেন, পরিসংখ্যান অপচয় ও দুর্নীতি প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাই পরিসংখ্যান সঠিক হতে হবে। পরিসংখ্যান গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য হতে হবে।
বিশেষ উদ্ধৃতি দিয়ে সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক আব্দুল জলিল বলেন, তথ্য প্রদানের ক্ষেত্রে দায়িত্বশীল হতে হবে। প্রকৃত তথ্য প্রদান করতে হবে। ভুল পরিসংখ্যান দেশ ও জাতির ব্যাপক ক্ষতির কারণ হতে পারে। সঠিক তথ্য না দিলে ভয়ানক বিপর্যয় দেখা দিতে পারে বলে জানা তিনি।
সভায় স্বাগত বক্তব্য রাখেন, জেলা পরিসংখ্যান কার্যালয়ের (ভারপ্রাপ্ত) উপপরিচালক কাজল রেখা।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন ও আইসিটি) এ,এন,এম, মঈনুল ইসলাম, রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অফিসের আঞ্চলিক উপ-পরিচালক ড. শরমিন ফেরদৌস চৌধুরী, রাজশাহী গণপূর্ত অধিদফতরের নির্বাহী প্রকৌশলী মো. হারুন-অর-রশিদ, সোনার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আকবারুল হাসান মিল্লাত, রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমানসহ বিভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
সভায় জেলা পরিসংখ্যান কার্যালয়ের যুগ্নপরিচালক এস.এম আনিসুজ্জামান দেশের মাথাপিছু গড় আয়, আয়ু, শিশু ও মাতৃ মৃত্যুর হার, আমদানী-রপ্তানী, দেশজ উৎপাদন ইত্যাদি পারিসাংখ্যিক তথ্য পাওয়ার পয়েন্টে উপস্থাপন করে উন্নত জীবন ধারার পথে এগিয়ে যাওয়ার তথ্য চিত্র উপস্থাপন করেন।
উল্লেখ্য, বাংলাদেশের জনসংখ্যা ১৭.৩ কোটি। এর মধ্যে রাজশাহী বিভাগে ২.১৮ কোটি এবং জেলায় ৩০.৭০ লাখ। দেশে প্রতি বর্গকিলোমিটারে এক হাজার ১৫৪ জন ব্যক্তি বর্তমানে বাস করছেন বলে সভায় জানানো হয়।

Please Share This Post in Your Social Media

© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY Rayhan