ডোমারে “নারীর অধিকার ও অন্তর্ভুক্তিমূলক সুশাসন শক্তিশালী করনে -তরুণ সমাজ”শীর্ষক প্রকল্প অবহিতকরন সভা অনুষ্ঠিত

ডোমারে “নারীর অধিকার ও অন্তর্ভুক্তিমূলক সুশাসন শক্তিশালী করনে -তরুণ সমাজ”শীর্ষক প্রকল্প অবহিতকরন সভা অনুষ্ঠিত

274728998 4670336749743949 6238354305526453682 N

সুমন রেয়াজী ডোমার (নীলফামারী)প্রতিনিধি।আইডি৪৪২ঃআজ সোমবার (২৮/০২/২০২২ইং)ডোমার উপজেলা পরিষদ মিলনায়তনে মানব কল্যান পরিষদ কতৃক আয়োজিত নেটজ বাংলাদেশের সহযোগিতায় “নারীর অধিকার ও অন্তর্ভুক্তিমূলক সুশাসন প্রতিষ্ঠাকরনে -তরুণ সমাজ”শীর্ষক প্রকল্প অবহিতকরন এক সভা অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী অফিসার শাহিনা শবনমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব মোঃতোফায়েল আহম্মেদ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার(ভূমি) জায়িদ ইমরুল মোজাক্কিন,উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুল মালেক সরকার,মহিলা ভাইস চেয়ারম্যান রৌশন কার্নিজ,উপজেলা প্রানীসম্পদ কর্মকর্তা মোজাম্মেল হক,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বীনা শাহাজাদী বেগম,উপজেলা তথ্য কর্মকর্তা (তথ্যআপা) কামরুন্নাহার কেয়া, ও ডোমার থানার এস আই ঠাকুরদাস।এছাড়া বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ,উপজেলার বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক গন এবং বিভিন্ন এনজিও প্রতিনিধি,সাংবাদিক সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।অনুষ্ঠানের শুরুতেই শুভেচ্ছা বক্তব্য রাখেন মানব কল্যান পরিষদের প্রকল্প সহকারী মোঃ সাজ্জাদ হোসেন খান এবং অনুষ্ঠানে স্লাইড প্রেজেন্টেশন সহ গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন করেন মানব কল্যান পরিষদের এলাকা সমন্বয়কারী বিলকিস বেগম।অনুষ্ঠানে বক্তারা নারীর অধিকার ও অন্তর্ভুক্তিমূলক সুশাসন প্রতিষ্ঠাকরনে -তরুণ সমাজের গুরুত্ব নিয়ে বিভিন্ন দিকনির্দেশনা মুলক আলোচনা করেন।অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন এমকেপি প্রোগ্রাম অফিসার মিজানুর রহমান এবং সার্বিক সহযোগিতায় ছিলেন এমকেপি সদস্য আতাউর রহমান লিটন,গীতা সেন,রওশন আলম এবং রানী বেগম।

Please Share This Post in Your Social Media

© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY Rayhan