ডোমারে বাল‍্যবিয়ে প্রতিরোধমূলক সমন্বয় সভা অনুষ্ঠিত

ডোমারে বাল‍্যবিয়ে প্রতিরোধমূলক সমন্বয় সভা অনুষ্ঠিত

275066224 4676205602490397 5960106711972643646 N

সুমন রেয়াজী,ডোমার (নীলফামারী ) প্রতিনিধি।আইডি৪৪২ঃআজ বুধবার(৩/০৩/২০২২ ইং)ডোমারে উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে বাল্যবিয়ে প্রতিরোধমূলক এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী অফিসার শাহিনা শবনমের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বেগম রৌশন কার্নিজ,ডোমার থানার অফিসার ইনচার্জ মোঃসাইফুল ইসলাম,বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ,উপজেলার বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকগন,উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা গন সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।সভায় বক্তারা বাল্যবিয়ে প্রতিরোধে সচেতন থাকার প্রতিশ্রুতি ব্যাক্ত করেন।এছাড়াও সভায় বাল্যবিয়ের কুফল সম্পর্কে বিভিন্ন দিকনির্দেশনামূলক আলোচনা করা হয়।

Please Share This Post in Your Social Media

© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY Rayhan