জয়পুরহাটের আক্কেলপুরে ট্রাক উল্টে চালকের সহকারী নিহত

জয়পুরহাটের আক্কেলপুরে ট্রাক উল্টে চালকের সহকারী নিহত

183810349 983791369083446 5182841221883764841 N

জয়পুরহাটে গুপিনাথপুর ভিকনি রাস্তার মাঝে একটি ধান বোঝায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে চালকের সহকারী রাকিব হাসান (২৫) নিহত হয়েছে। বুধবার ( ১২ মে ) বেলা সাড়ে ১১ টার দিকে আক্কেলপুর-দুপচাঁচিয়া সড়কের আক্কেলপুর উপজেলার গুপিনাথপুর ভিকনি রাস্তার মাঝে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সাইদুর রহমান।
নিহত রাকিব হাসান বগুড়ার নামুজা মসজিদ পাড়া মহল্লার আব্দুর রশীদের ছেলে।
ওসি সাইদুর রহমান বলেন, রংপুরের পিরগঞ্জ থেকে একটি ধান বোঝায় ট্রাক আক্কেলপুর -দুপচাঁচিয়া সড়ক দিয়ে চাপাইনবাবগঞ্জ যাচ্ছিলেন পথে পূর্ণগোপিনাথপুর এলাকায় ট্রাকটি পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের ধানক্ষেতে উল্টে পড়ে যায়। এসময় চালকের পাশে বসা রাকিব ট্রাকের তলে পড়ে ঘটনাস্থলেই নিহত হয়। খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে।
–ফারুক হোসেন (৯৮৪)।
জয়পুরহাট প্রতিনিধি।

Please Share This Post in Your Social Media

© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY Rayhan