বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া গাইবান্ধার শিক্ষার্থীদের সংগঠন ‌’আমাদের গাইবান্ধা’ এর উদ্যোগে গাইবান্ধায় এক(০১) টাকার বাজারের ঈদ উপহার..

বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া গাইবান্ধার শিক্ষার্থীদের সংগঠন ‌’আমাদের গাইবান্ধা’ এর উদ্যোগে গাইবান্ধায় এক(০১) টাকার বাজারের ঈদ উপহার..

184399208 1860074794165968 6965906380925082319 N

গাইবান্ধা রিপোর্টার (৯৭৮), করোনা পরিস্থিতিতে জরুরীভাবে ঈদ উপহার হিসেবে গাইবান্ধায় এক টাকার বিনিময়ে ২০০ দুস্থ অসহায় পরিবার পেলো মুরগী, সেমাই, সুজি, দুধ, চিনি, লবণ, পেঁয়াজ, মরিচ, আলু, পটল, মিষ্টি কুমড়া ও ডাল। বুধবার দুপুরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত গাইবান্ধার শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবী সংগঠন “আমাদের গাইবান্ধা” এর সহযোগিতায় গাইবান্ধা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় মাঠে এসব বাজার সামগ্রী বিতরণ করা হয়। বাজারের উদ্বোধন করেন, জেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান সরকার আতা।
আমাদের গাইবান্ধা এর সভাপতি মো. সায়হাম রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য শাহজাহান খান আবু, ফুলছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান জিএম সেলিম পারভেজ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশান্ত কুমার দেবনাথ, সংগঠনের সাধারণ সম্পাদক মুসাভিভর রহমান খান অন্যন্যরা।
উল্লেখ্য, সংগঠনের সাধারণ সম্পাদক মুসাভিভর রহমান খান জানান, গ্লোবাল ভিলেজ থিউরি অনুযায়ী ছোট্ট একটি গ্রাম পরিণত করার প্রত্যয়ে ২০১৪ সালে সংগঠনটির যাত্রা শুরম্ন করা হয়। ২০ জন শিড়্গার্থীর মাধ্যমে সংগঠনের কার্যক্রম শুরু হয়ে বর্তমানে ৫৪ হাজার সদস্যের মাধ্যমে কার্যক্রম পরিচালিত হচ্ছে। করোনা পরিস্থিতে জনগণকে সচেতন করা, কয়েক দফা ত্রাণ বিতরণ, অসহায়দের রক্ত যোগান, ধর্ষণ প্রতিরোধসহ সামাজিক বিভিন্ন ইস্যুতে সচেতনতাকরণ, তরুণ সমাজের মেধা বিকাশে সহযোগিতা কার্যক্রম এই সংগঠনের আওতায় অব্যাহত রয়েছে। এছাড়া করোনা পরিস্থিতে জনগণের মধ্যে প্রতিদিন ইফতার কার্যক্রম পরিচালিত হচ্ছে।

Please Share This Post in Your Social Media

© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY Rayhan