ফটিকছড়িতে ধরা পড়লো মেছো বাঘ

ফটিকছড়িতে ধরা পড়লো মেছো বাঘ

183205329 4600717373278240 247348560156123273 N

মোঃ মহিউদ্দিন ফারুকী আইডি নং ৯১৮ চট্টগ্রাম রিপোর্টার
চট্টগ্রামের ফটিকছড়িতে ধরা পড়েছে মেছো বাঘ। সোমবার (১০ মে) বিকালে উপজেলার রোসাংগিরী ইউনিয়নের আজিমনগর এনাম সওদাগর বাড়ির পার্শ্ববর্তী বিল থেকে এ মেছো বাঘটি আটক করা হয়।
স্থানীয়রা জানান, বিগত কয়দিন ধরে লোকায়ে এসে বাঘটি অতর্কিত ভাবে এলাকার মানুষের হাসমুরগির উপর ঝাঁপিয়ে পড়ছিল।
সোমবার বিকালে ওই বাড়ির কয়েকজন যুবক আম পাড়তে গিয়ে বিলের মধ্যে বাঘটিকে দেখতে পায়। দীর্ঘ সময় চেষ্টার চালিয়ে মেছো বাঘটি আটক করতে সক্ষম হয়। খোকন, মামুন ও নুরুল ইসলামের জিম্মায় এটিকে কাঁচায় বন্দি করে রাখা হয়েছে।
এদিকে, মেছো বাঘটি আটকের খবর দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে আশেপাশের সাধারণ মানুষ একনজর দেখতে ছুটে আসে।
এ বিষয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মঞ্জুরুল কিবরিয়া বলেন, এটি একটি বিপন্ন প্রজাতির তালিকার প্রাণী। এগুলোকে মেছোবাঘ বা বনবিড়ালও বলা হয়ে থাকে। এরা সাধারণত নদীর ধারে, পাহাড়ি ছড়া এবং জলাভূমির আশে পাশে বাস করে। । এদের প্রধান খাদ্য মাছ।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ সায়েদুল আরেফীন বলেন, বিষয়টি আমি এক্ষুনি বন বিভাগকে জানাচ্ছি। তারা বাঘটি উদ্ধারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

Please Share This Post in Your Social Media

© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY Rayhan