পবিত্র ঈদ- উল ফিতর উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া উপহার বিতরন
- Update Time :
সোমবার, ১০ মে, ২০২১
-
১৯
Time View
ভোলায় ভিজিএফ কর্মসুচীর আওতায় দুস্থ অসহায় পরিবারের মাঝে ৫০০ শত টাকা হারে ৫০০ শত পরিবারকে এবং ৪৫০ টাকা হারে ২৪০০ শত মোট ২৯০০.শত পরিবারের মাঝে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া নগদ অর্থ ঈদ উপহার মাক্স পরে ও দূরত্ব বজায় রেখে বিতরন করা হয়েছে।
উক্ত নগদ অর্থ বিতরণ এর সময় উপস্থিত ছিলেন ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান ১১নং ভেদুরিয়া ইউনিয়ন পরিষদের সফল চেয়ারম্যান জনাব আলহাজ্ব তাজুল ইসলাম স্যার। তিনি আরো বলেন দেশের এই ক্রান্তিলগ্নে করোন কালীন সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া উপহার কে আমরা স্বাগত জানাই। এবং সবার উদ্দেশ্যে বলেন দেশের এই ক্লান্তি লগ্নে আপনারা সবাই মাক্স করবেন এবং সবাই দূরত্ব বজায় রেখে চলাচল করবেন এবং প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বেরহবেন না যতটুকু সম্ভব ঘরে থাকুন।এ সময় আরো উপস্থিত ছিলেন ইউপি সচিব নিয়াজ মোর্শেদ ও প্যানেল চেয়ারম্যান আবুল কালাম পাওটায়ারী
আবুল বাশার (মেম্বার) মাকসুদ আলম মেম্বার
সংরক্ষিত আসন জান্নাতুল পক্ষে সিদ্দিক স্যার. মেম্বার শেখ ফরিদ মেম্বার সিরাজ পাওটায়ারী মহিলা মেম্বার এর
Please Share This Post in Your Social Media