ওসমানীনগরে উজ্জীবন সমাজকল্যাণ সংঘ প্রথম পাশা’র উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ।

ওসমানীনগরে উজ্জীবন সমাজকল্যাণ সংঘ প্রথম পাশা’র উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ।

184507374 515269183185992 1612874532940846025 N

এমদাদুর রহমান খান(৮৩৭) ওসমানীনগর(সিলেট)প্রতিনিধি:-সিলেটের ওসমানীনগরে উজ্জীবন সমাজকল্যাণ সংঘ প্রথম পাশা’র উদ্যোগে অসহায় ও কর্মহীন মানুষের মধ্যে ঈদসামগ্রী বিতরণ করা হয়েছে।আজ ১০মে সোমবার ওসমানীনগরের প্রথম পাশা কেন্দ্রীয় জামে মসজিদের সামনে মোট ২৮ টি পরিবারের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। উক্ত সংগঠনের সভাপতি এইচ.এম.ফুল মিয়ার সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক মঞ্জুর হোসাইন এর পরিচালনায় উপস্থিত বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি মদরিছ খান। উক্ত ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহ-সম্পাদক মশাহিদ আলী,অর্থ সম্পাদক ফুরাই চন্দ্র দেবনাথ,সহ-অর্থ সম্পাদক এমদাদুর রহমান খান,দপ্তর সম্পাদক রুহেল খান প্রমুখ।উল্লেখ্য, জাতীয় যে কোন দুর্যোগ মোকাবেলা এবং করোনাভাইরাস প্রতিরোধ কল্পে উজ্জীবন সমাজকল্যাণ সংঘ বিভিন্ন কার্যক্রম পরিচালনার মাধ্যমে জনগণের পাশে থাকার প্রত্যয় নিয়ে কাজ করে যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY Rayhan