গাইবান্ধায় করোনা উপেক্ষা করে জমজমাট ঈদ কেনাকাটা

গাইবান্ধায় করোনা উপেক্ষা করে জমজমাট ঈদ কেনাকাটা

183124542 1857990691041045 4924255407557051015 N

গাইবান্ধা প্রতিনিধি(৯৭৮),
করোনার দ্বিতীয় ঢেউ উপেক্ষা করে ঈদ কেনাকেটায় ব্যস্ত গাইবান্ধা মানুষ। শহরের সালিমার সুপার মার্কেট, তরফদার ম্যানশন, কাচারী বাজার, ইসলাম প্লাজা ও স্টেশন রোডে বিপনিগুলো হাজারো নারী, পুরুষ ও শিশুরা কেনাকাটা করতে দেখা যায়। যদিও সরকারের পক্ষ থেকে স্বাস্থ্য বিধি মেনে কেনাকাটার কথা বলা হলেও তা কোথাও মানা হচ্ছে। অনেকেও মাস্কও ঠিকমত পড়ছে না। ক্রেতাদের সাথে কথা বলে জানা যায় ঈদ উপলক্ষে নতুন কিনতে তারা ঠিকমত স্বাস্থ্য বিধি মানতে পারছে ভীড়ের কারণে। দোকানগুলোতেও পর্যাপ্ত জীবানুনাশক দ্রব্য নেই। সকাল হতে সন্ধ্যা পর্যন্ত ক্রেতাদের ভীড় লক্ষ্য করা যায়। দাম সহনীয় পর্যায়ে আছে তা ক্রেতা ও বিক্রেতাদের সাথে আলোচনায় জানা যায়। এই কেনা কাটা চাঁদ রাত পর্যন্ত চলবে।
গাইবান্ধা প্রতিনিধি।

Please Share This Post in Your Social Media

© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY Rayhan