রূপগঞ্জে “পূর্বাচল মানব কল্যাণ সংস্থার” পক্ষ থেকে ৩১০ পরিবারের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ

রূপগঞ্জে “পূর্বাচল মানব কল্যাণ সংস্থার” পক্ষ থেকে ৩১০ পরিবারের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ

184112582 189500766328358 5528913688769161742 N

নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার “রূপগঞ্জ ইউনিয়নে সামাজিক সংগঠন “পূর্বাচল মানব কল্যাণ সংস্থার” পক্ষ থেকে ৩১০ পরিবারকে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।গত কাল শনিবার রূপগঞ্জের জনতা উচ্চ বিদ্যালয়ে বিকাল ৩ ঘটিকার সময় ঈদ সামগ্রী বিতরণের অনুষ্ঠান শুরু হয়,এ সময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান আলহা্জ্জ সালাউদ্দিন ভূঁইয়া, সলিমউদ্দিন চৌধুরী বিশ্ববিদ্যালয়ের সম্মানিত অধ্যক্ষ জনাব জাহাঙ্গীর মালুম,সংগঠনের প্রতিষ্ঠাতা রূপগঞ্জ ইউনিয়নের ৪ নং ওর্য়াড সদস্য রিটন প্রদান, ২৩ নং সরকারি প্রথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উপদেষ্টা মঞ্জুরুল ইসলাম স্যার, পূর্বাচল মানব কল্যাণ সংস্থার সভাপতি হামিদা সরকার, সিনিয়র সভাপতি সৌওয়দ শাহীন আল মামুন,সদস্য মুসলিম খান সহ আরো অনেকে।
রাশিদুল ইসলাম
আইডি নং-৯৬৮
রূপগঞ্জ প্রতিনিধি।

Please Share This Post in Your Social Media

© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY Rayhan