যশোর জেলা পুলিশ জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শোভাযাত্রা করেছে

যশোর জেলা পুলিশ জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শোভাযাত্রা করেছে

161252788 1650132158511968 4992668211096683630 O

মোঃ মামুন হোসেন আইডি নং ঃ ৯১৭ প্রতিনিধি ঃ যশোর সদর।
কোভিড-১৯ দ্বিতীয় ধাপ মোকাবেলায় দেশব্যাপী বাংলাদেশ পুলিশের উদ্যোগে
আজ যশোর জেলা পুলিশ জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শোভাযাত্রা করেছে।
শোভাযাত্রাটি যশোর জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে শুরু করে দড়াটানা প্রদক্ষিন করে মনিহার যেয়ে শেষ হয়।
এসময় জনসচেতনতা বৃদ্ধির লক্ষে সাধারণ মানুষের মাঝে মাস্ক এবং সচেতনতা মূলক লিফলেট বিতরণ করেছে যশোর জেলা পুলিশ।

Please Share This Post in Your Social Media

© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY Rayhan