আজ ২২শে মার্চ বিশ্ব পানি দিবস
- Update Time :
সোমবার, ২২ মার্চ, ২০২১
-
৩১
Time View
মোঃ মোশারফ হোসেন
আইডি নং ৯৪৯
আশুগন্জ, ব্রাহ্মণবাড়ীয়া প্রতিনিধি :
পানির গুরুত্ব কে তুলে ধরার জন্য জাতিসংঘ কর্তৃক বার্ষিকভাবে উদযাপিত একটি দিন ২২শে মার্চ।
বিশ্ব পানি দিবস ২০২১ এর থিম “Valuing Water” হচ্ছে পানির যে অতুলনীয় মূল্য রয়েছে হাউজহোল্ড, খাদ্যে, স্বাস্থ্য, শিক্ষা, অর্থনীতি, ইন্ডাস্ট্রি ইত্যাদিতে সেটা স্পষ্ট করা।
১৯৯৩ সালে জাতিসংঘ সাধারণ সভা ২২শে মার্চ তারিখে বিশ্ব জল দিবস বা বিশ্ব পানি দিবস হিসেবে ঘোষণা করে। ১৯৯২ সালে ব্রাজিলের রিও ডি জেনিরোতে জাতিসংঘ পরিবেশ উন্নয়ন সম্মেলন এর (ইউএনসিইডি) এজেন্ডা ২১ এ প্রথম বিশ্ব জল দিবস পালনের আনুষ্ঠানিক প্রস্তাব উত্থাপিত হয়। ১৯৯৩ সালে প্রথম বিশ্ব জল দিবস পালিত হয় এবং তারপর থেকে এই দিবস পালনের গুরুত্ব ক্রমশ বৃদ্ধি পেতে থাকে। জাতিসংঘের সদস্য দেশগুলি এই দিনটিকে নিজ নিজ রাষ্ট্র সীমার মধ্যে জাতিসংঘের জল সম্পদ সংক্রান্ত সুপারিশ ও উন্নয়ন প্রস্তাব গুলির প্রতি মনোনিবেশ এর দিন হিসেবে উৎসর্গ করেন। প্রতি বছর বিশ্ব জল দিবস উপলক্ষে জাতিসংঘের বিভিন্ন সংস্থার যেকোনো একটি বিশেষ কর্মসূচি পালন করে থাকে। ২০০৩ সালে প্রতিষ্ঠার পর থেকে জাতিসংঘ জল বিশ্ব জল দিবস এর থিম বার্তা ও প্রদান সংস্থা নির্বাচনের দায়িত্বে রয়েছে। জাতিসংঘের সদস্য রাষ্ট্র গুলির পাশাপাশি বিভিন্ন বেসরকারি সংস্থা ও পরিচ্ছন্ন জল ও জলসম্পদ রক্ষার সম্পর্কে জনসচেতনতা গড়ে তোলার জন্য এই দিন বিশেষ কর্মসূচির আয়োজন করেন। ২০০৩,২০০৬ ও ২০০৯ সালে জাতিসংঘ বিশ্ব জল উন্নয়ন প্রতিবেদন বিশ্ব জল দিবসেই প্রকাশ করা হয়েছে। আমাদের দেশেও সরকারিভাবে ও বেসরকারিভাবে পানি দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে। মহামান্য রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এ ব্যাপারে বিভিন্ন কর্মসূচি পালন করছেন।
Please Share This Post in Your Social Media