ঝিনাইগাতীতে পুলিশের উদ্যোগে মাস্ক বিতরন ও জনসচেতনতার অনুষ্ঠান
- Update Time :
রবিবার, ২১ মার্চ, ২০২১
-
৫৫
Time View
মাস্ক পরার অভ্যাসে করোনামুক্ত বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে সারা দেশের ন্যায় শেরপুরের ঝিনাইগাতী থানা পুলিশের উদ্যোগে মাস্ক বিতরন ও জনসচেতনতা মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২১ মার্চ রবিবার ঝিনাইগাতী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে কোভিড ১৯ দ্বিতীয় ধাপ মোকাবেলায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার ফেরদৌস। এ এস আই আতিকের সঞ্চালনায় বিশেষ অতিথি বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এসএম ওয়ারেজ নাইম, ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফায়েজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শ্রী বিশ্বজিৎ রায়, উপজেলা তাতী লীগের সভাপতি আমিরুল ইসলাম, সদর ইউনিয়নের চেয়ারম্যান মোফাজ্জল হোসেন চাঁন, উপজেলা পুলিশিং ফোরামের সভাপতি আনারুল্লাহ,নলকুড়া ইউনিয়ন মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বাঘাতি প্রমুখ। আলোচনা সভার পরে একটি সচেতনতামূলক রেলী বের করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন ও মাস্ক বিতরন করেন।
Please Share This Post in Your Social Media