পনের দিন পর অপহৃত ৯ বাংলাদেশী জেলেকে ফেরত পাঠিয়েছে মিয়ানমার

পনের দিন পর অপহৃত ৯ বাংলাদেশী জেলেকে ফেরত পাঠিয়েছে মিয়ানমার

127163869 701455397417045 5775350495479907583 O

রহমত উল্লাহ,টেকনাফ:৭৬১
মিয়ানমারে ১৫ দিন কারাভোগের পর মাছ ধরার ট্রলারসহ ৯ বাংলাদেশি জেলেকে ফেরত আনা হয়েছে। দেশে ফেরত আসা জেলেদের স্বাস্থ্য পরীক্ষা করে ১৪ দিনের জন্য কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) ১১টায় মিয়ানমারের অভ্যন্তরে টেকনাফ ২ বিজিবি এবং মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ ব্রাঞ্চের মধ্যে পতাকা বৈঠক শেষে তাদের হস্তান্তর করা হয়। ফেরত আসা জেলেরা হলেন, নুরুল আলম (৪৮), ইসমাইল ওরফে হেসেন, মো. ইলিয়াছ (২১), মো. ইউনুছ (১৬), মোহাম্মদ আলম ওরফে কালু, সাইফুল, সলিম উল্লাহ, নুর কামাল ও মো. লালু মিয়া (২৩)। তারা সবাই টেকনাফের শাহপরীর দ্বীপের বিভিন্ন গ্রামের বাসিন্দা।
গত ১০ নভেম্বর সকালে সাগরের মোহনায় টেকনাফের শাহপরীর দ্বীপ গুলা পাড়ার বাসিন্দা মোহাম্মদ আমিনের মালিকানাধীন একটি নৌকায় কালা মাঝির নেতৃত্বে ৯ জেলে সাগরে মাছ শিকারে গেলে মিয়ানমারের বিজিপি তাদের ধরে নিয়ে যায়। উল্লেখ্য, এর দুই দিন আগে নাফ নদীতে মাছ শিকারে গিয়ে গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় কক্সবাজার হাসপাতালে মারা যান স্থানীয় এক জেলে।
বিজিবি জানায়, বুধবার সকাল ১১টায় মিয়ানমারের অভ্যন্তরে মংডুতে ১ নম্বর অ্যান্ট্রি-এক্সিট পয়েন্ট টেকনাফ ২ বিজিবি এবং সেদেশের ৪ বর্ডার গার্ড পুলিশ ব্রাঞ্চের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশের পক্ষে ১০ সদস্যের নেতৃত্ব দেন বিজিবির টেকনাফ ২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফয়সল হাসান খান। মিয়ানমারের ৭ সদস্যের দলের নেতৃত্ব দেন মিয়ানমারের ৪ বর্ডার গার্ড পুলিশ ব্রাঞ্চের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জো লিন অং।
এর আগে সকাল ১০টায় পৌরসভার জালিয়া পাড়াস্থল বাংলাদেশ-মিায়ানমার ট্রানজিট ঘাটে থেকে বিজিবির প্রতিনিধি দলটি মিয়ানমারে যায়। বৈঠক শেষে দুপুর ২টার দিকে ৯ জন জেলেকে নিয়ে তারা ফেরত আসেন।
জেটি ঘাটে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান টেকনাফ ২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফয়সল হাসান খান। তিনি বলেন, ‘১০ নভেম্বর সাগরে মাছ শিকারের সময় ইঞ্জিন বিকল হয়ে মিয়ানমার জলসীমানায় ঢুকে পরে এই জেলেরা।’
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, ‘মিয়ানমার থেকে ফেরত ৯ জেলেকে ১৪ দিনের জন্য কোয়ারেন্টাইনে রাখা হবে। এরপর ঊর্দ্ধতন কৃতপক্ষের নির্দেশে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে, নাকি আইনি ব্যবস্থা নেওয়া হবে সেটি নিশ্চিত করা যাবে।’

Please Share This Post in Your Social Media

© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY Rayhan