চট্টগ্রামের রাউজানে মাস্ক না পড়ায় জরিমানা

চট্টগ্রামের রাউজানে মাস্ক না পড়ায় জরিমানা

127212829 1714902072017832 6091208907842530995 N

মোহাম্মদ ফরহাদ,,  ID  ৯১৬
রাউজান,চট্টগ্রাম,,
চট্টগ্রামের রাউজানে মাস্ক না পড়ায় ৬ জনসহ ১৩ জনকে ১৩ হাজার ৫শত টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।২৩ নভেম্বর সোমবার দুপুর থেকে ঘন্টাব্যাপি অভিযান চালায় রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জোনায়েদ কবির সোহাগ।উপজেলা প্রশাসন সূত্র মতে:মাস্ক না পরায় তিনজনকে ৪ হাজার ৫ শত টাকা এবং পরিবহন আইন অমান্য করার দায়ে ৭ জনকে ৯ হাজার ৫শ টাকা জরিমানা করা হয়।রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন সাস্থবিধী অমান্য করে মাস্ক না পরায় আরো ৬ জনকে জরিমানা করেছি।এছাড়া বিভিন্ন শ্রেণি পেশার মানুষকে সতর্ক করেছি। অভিযান অব্যাহিত থাকবে বলে ও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY Rayhan