1 নং বেতগাড়ি ইউনিয়ন পরিষদ,, গংগাচড়া,, রংপুর,, প্রতি শনিবার এবং মঙ্গলবার এই বেতগাড়ী ইউনিয়নে 1 বিখ্যাত গরুর হাট বসে,, এখানে বিভিন্ন জাতের গরু পাওয়া যায়, দেশি-বিদেশি, ছোট গাভী, বড় বাছুর বিভিন্ন ধরনের ছোট ছোট বাচুরও পাওয়া যায়।।
এখানে সপ্তাহে দুইদিন হাট বসে, শনিবার এবং মঙ্গলবার, প্রতি হাটে কম করে হলেও ১ থেকে ২ হাজারের মতো গরু এখানে বিক্রি করা হয়। বিভিন্ন ধরনের মানুষ এখানে গরু কিনতে আসে, বিভিন্ন প্রজাতির মানুষকে এখানে দেখা যায়!! এই বেতগাড়ী হাটে কম টাকাতে ভালোমানের গরু পাওয়া যায়।
দুপুর 12 টা থেকে শুরু করে রাত 10 টা পর্যন্ত এই হাটে গরু দেখা যায়,
অতিরিক্ত গরু উঠার কারণে সাধারণ জনগণরা রাস্তার উপর দাঁড়িয়ে গরু হাতে নিয়ে দাড়িয়ে থাকে,
এখানে গরু কিনতে এবং বিক্রি করতে গেলে মোট ৪৫০ টাকা রশিদ খরচ লাগে, যে ব্যক্তি গরু কিনবে তার রশিদ খরচ ৩০০টাকা, আর যে ব্যক্তি গরু বা গাভী বিক্রি করবে তার রশিদ খরচ ১৫০ টাকা