কুতুবদিয়া বাসি শোকাহত তিনজনের জানাযা এক সাথে

কুতুবদিয়া বাসি শোকাহত তিনজনের জানাযা এক সাথে

122941580 2465408463752491 3125221040136208428 N

কুতুবদিয়া বাসি শোকাহত
তিনজনের জানাযা এক সাথে
আজ সকাল ১১ টায়
পিতার মৃত্যুর ৩৪ দিন পরে
একই পরিবারের তিন জনের মৃত্যু।
কুতুবদিয়ার উত্তর ধূরুং ইউনিয়নের ২ নং ওয়ার্ডের আজিম উদ্দিন সিকদার পাড়ার মরহুম গিয়াস উদ্দিন প্রকাশ ভেন্ডার গিয়াস উদ্দিন সিকদার গত ২২ সেপ্টেম্বর ২০২০ ইং তারিখ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন।
তাঁর মৃত্যুর ৩২দিন পরে ৪০ দিনের ফাতিহা গত ২৪ অক্টোবর ২০২০ ইং তারিখ শনিবারে নিজ বাড়িতে সম্পন্ন হয়।
পিতার মৃত্যুর পর ৪০ দিনের ফাতিহা অনুষ্ঠান সম্পন্ন করে গতকাল বাড়ির আনুসাঙ্গিক কাজ শেষে
গতকাল ২৬ অক্টোবর ২০২০ ইং তারিখ, সোমবার দুপুরে নিজ বাড়ি কুতুবদিয়া হতে কক্সবাজার বোনজামাই আক্কাস উদ্দিনের বাসায় যাওয়ার উদ্দেশ্যে যাত্রা করেন ১) আমিনুল কবির ২) আক্কাস উদ্দিন ৩) সোনিয়া আক্তার।
মগনামাঘাট হতে চকরিয়া বাস স্টেশনে যাওয়ার জন্য সিএনজিতে করে যাওয়ার সময় পেকুয়ার মেহেরনামার পরে নন্দীপাড়া ষ্টেশনে আকস্মিক সিএনজি ট্রাক মুখোমুখি সংঘর্ষে আমিনুল কবির (৩২) ঘটনাস্থলে মৃত্যুবরণ হন।
বাকিদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়ার পথে আক্কাস উদ্দিন (৩৮) মৃত্যুবরণ করেন।
সোনিয়াকে (১৬) গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসারত অবস্থায় ২৭ অক্টোবর ২০২০ ইং তারিখ, মঙ্গলবার রাত ১২টা ৪০ মিনিটের সময় মৃত্যুবরণ করেন।
আমিনুল কবির (৩০) মরহুম ভেন্ডার গিয়াস উদ্দিন সিকদারের ১ম পুত্র। তিনি চট্টগ্রাম কাস্টম অফিসে কর্মরত ছিলেন।
আক্কাস উদ্দিন (৩৮) মাস্টার ছৈয়দুল আলমের ১ম পুত্র। আমিনুল কবিরের দুলাভাই। মরহুম ভেন্ডার গিয়াস উদ্দিন সিকদারের বড় জামাই। তিনি কক্সবাজারে কনস্ট্রাকশনের কাজ করতেন।
সোনিয়া আক্তার (১৬) আক্কাস উদ্দিনের ১ম কন্যা।
মরহুম ভেন্ডার গিয়াস উদ্দিন সিকদার ও মাস্টার ছৈয়দুল আলমের বড় নাতনি। আমিনুল কবিরের বড় ভাগ্নি।
আগামীকাল ২৭ অক্টোবর ২০২০ ইং তারিখ, মঙ্গলবার সকাল ১১ টায় পারিবারিক কবরস্তানে একসাথে তিনজনের নামাজে জানাযা অনুষ্ঠিত হবে।
আমরা তাদের বিদেহী আত্মার মাগফিরাত ও দোয়া কামনা করছি এবং তাদের সুখ সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
হে আল্লাহ তাদের পরিবারের সকলকে এ শোক সহ্য করার তৌফিক দান করুন আমিন।
প্রেস বিজ্ঞপ্তি

Please Share This Post in Your Social Media

© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY Rayhan