মাসুদ পারভেজ (আইডি নং- ৮৭২) ঢাকা প্রতিনিধি
৩৩তম স্প্যান বসানোর পর মাত্র ছয়দিনের ব্যবধানে পরবর্তী স্প্যান বসানোর কাজ সম্পূর্ণ হয়েছে। এ নিয়ে মোট ৩৪ টি স্প্যান বসানো হয়েছে এবং পদ্মা সেতু দৃশ্যমান হলো প্রায় ৫.১ কিলোমিটার ।
“টু-এ” নামের ৩৪ তম এই স্প্যানটি গত ২৫শে অক্টোবর ২০২০ ইং তারিখ রোজ রবিবার মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে ৭ ও ৮নং পিলারের উপর বসানো হয়েছে ।
এই স্প্যানটি বসানোর মধ্য দিয়ে পদ্মা সেতুর ৫ হাজার ১০০ মিটার অর্থাৎ ৫.১ কিলোমিটার এর কাজ সম্পূর্ণ হয়েছে । শনিবার বিকালে এই স্প্যানটি মুন্সীগঞ্জের কুমারভোগ কন্সট্রাকশন ইয়ার্ড থেকে সেতুর ৭ ও ৮ নম্বর পিলারের কাছে নেওয়া হয় ।
কিন্তু বৈরী আবহাওয়ার কারণে শনিবার স্প্যানটি বসাতে না পারায় পরদিন রোজ রবিবার সকালে সফলভাবে বসাতে হয়েছে । ৩৪ তম স্প্যান বসানোর পর বাকি রইলো আরও ৭ টি স্প্যান । কর্তৃপক্ষ জানায়, এই সাতটি স্প্যানের কাজ এবছর শেষ করতে পারবে বলে তারা আশাবাদী ।