ঢাকার প্রাণকেন্দ্র মতিঝিলে জলাবদ্ধতা নিরসনের কাজ শুরু হতে যাচ্ছে

ঢাকার প্রাণকেন্দ্র মতিঝিলে জলাবদ্ধতা নিরসনের কাজ শুরু হতে যাচ্ছে

121544182 3485285431518740 3389343131766725088 N

মাসুদ পারভেজ (আইডি নং- ৮৭২)ঢাকা প্রতিনিধি
বাংলাদেশের বেশিরভাগ বাণিজ্যিক এবং গুরুত্বপূর্ণ ভবন গুলো ঢাকার মতিঝিলে অবস্থিত হওয়ায় এটিকে রাজধানী ঢাকার প্রাণকেন্দ্র বলা হয় । প্রতিদিন লাখ লাখ মানুষ সরকারী ও বেসরকারী অফিস কিংবা ব্যবসা প্রতিষ্ঠানে যোগ দিতে মতিঝিলে পাড়ি জমান ।
কিন্তু স্বল্প, মাঝারী কিংবা ভারী বর্ষণ যাই হোক না কেন মতিঝিলে প্রায়ই জলাবদ্ধতা পরিলক্ষিত হয় । রাস্তাঘাট ডুবে যাওয়াতে কর্মজীবী মানুষ বা ছাত্রছাত্রীরা মারাত্মক ভোগান্তিতে পড়েন । যানবাহন কিংবা পায়ে হেঁটে গন্তব্যে পৌঁছানো খুবই কষ্টকর হয়ে দাঁড়ায় ।
দীর্ঘদিনের ভোগান্তি নিরসনের জন্য শেষ পর্যন্ত জলাবদ্ধতা দূরীকরণের কাজ শুরু হতে যাচ্ছে বানিজ্যিক এলাকা মতিঝিলে । ইতোমধ্যে গর্ত খোড়া এবং পাইপ সরবরাহের কাজ শুরু হয়েছে । কিছুদিনের মধ্যেই পাইপগুলো স্থাপনের কাজ শুরু হবে বলে জানা গেছে। সঠিক ভাবে কাজটি সম্পূর্ণ হতে পারলে মারাত্মক সমস্যা থেকে বেঁচে যাবে লাখো লাখো মানুষ, দৈনন্দিন কাজে ফিরে আসবে স্বাচ্ছন্দ্যবোধ ।

Please Share This Post in Your Social Media

© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY Rayhan