নারীর আত্নরক্ষায় কৌশল এর প্রশিক্ষন কর্মশালার উদ্ভোধন
- Update Time :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২০
-
৮৫
Time View
Asmaul Hosna Provi, Cumilla ID no: 891
কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমিতে ইন্টারেক্ট ক্লাব, নটরাজ নৃতাঙ্গন এবং কুমিল্লা তায়কোয়ানডো এসোসিয়েশন এর সহযোগিতায় গত ১৪ অক্টোবর সেল্ফ ডিফেন্স অর্থাৎ নারীর আত্নরক্ষায় কৌশল এর প্রশিক্ষন কর্মশালার উদ্ভোধন হয়।
বর্তমানে ধর্ষন এর প্রতিরোধে সারা বাংলাদেশে আন্দোলন এর জোয়ার, ধর্ষন বেড়েই যাচ্ছে চারপাশে এই অবস্থায় নারীর আত্মরক্ষার নানান কৌশল জানা প্রতিটি নারীর জন্য এখন আবশ্যক হয়ে দাড়িয়েছে।
তাই কুমিল্লা শিল্পকলা একাডেমিতে এই প্রশিক্ষন দিচ্ছে সম্পূর্ণ বিনা মূল্যে। প্রশিক্ষন চলবে ১৭ অক্টোবর পর্যন্ত
যে কোনো নারী এই প্রশিক্ষনে যোগদান করার সুযোগ পাচ্ছে।
Please Share This Post in Your Social Media