“নগরবাসীকে ২০২১ সালে এল ই ডি সড়কবাতি উপহার দিতে চান ডিএনসিসি মেয়র”

“নগরবাসীকে ২০২১ সালে এল ই ডি সড়কবাতি উপহার দিতে চান ডিএনসিসি মেয়র”

121473614 3485287421518541 8834500897596908045 O

মাসুদ পারভেজ (আইডি নং- ৮৭২) ঢাকা প্রতিনিধি
ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম আসছে আগামী ২০২১ সালের নববর্ষে নগরবাসীকে নববর্ষের উপহার হিসেবে সড়কে এলইডি বাতি দিতে চান বলে জানিয়েছেন।
ইতোমধ্যে, ডিএনসিসির গুলশানস্থ নগর ভবনে এলইডি বাতি স্থাপনে বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরির (বিএমটিএফ) সাথে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে ।
এলইডি সড়কবাতি স্থাপন প্রকল্পের প্রকল্প পরিচালক ডিএনসিসির তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ রফিকুল ইসলাম এবং বিএমটিএফ’র মহাব্যবস্থাপক (বিপণন) লে.কর্নেল মোঃ তোফায়েল আহমেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষ থেকে চুক্তিতে সই করেন।
মেয়র আতিকুল ইসলাম বলেছেন, ‘আমরা ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় মোট ৪২ হাজার ৫০০ বাতি ২০২১ সালের মধ্যে স্থাপন করতে পারব। এটি নগরবাসীর জন্য হবে ২০২১ সালে নববর্ষের বিশেষ উপহার। এর সংশোধিত প্রকল্প ব্যয় ৩৬৯ কোটি ১৪ লাখ ৩২ হাজার টাকা ধরা হয়েছে ।
ফটোর কোনো বর্ণনা নেই।

Please Share This Post in Your Social Media

© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY Rayhan