“অবৈধ বিলবোর্ড অপসারণের কাজ অব্যাহত রেখেছে ডিএনসিসি”
- Update Time :
বুধবার, ১৪ অক্টোবর, ২০২০
-
১৫
Time View
মাসুদ পারভেজ (আইডি নং- ৮৭২)
ঢাকা প্রতিনিধি
বিডিইউনিয়ন নিউজ
অবৈধ বিলবোর্ড, সাইনবোর্ড, ব্যানার, ফেস্টুন ইত্যাদি অপসারণে ভ্রাম্যমাণ আদালত ও উচ্ছেদ অভিযানের কাজ শুরু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহ থেকে এই অভিযান শুরু হয়েছে বলে জানিয়েছেন ডিএনসিসির মেয়র মো. আতিকুল ইসলাম।
মেয়র আতিকুল ইসলাম জানান, ডিএনসিসি এলাকায় অনেকেই অবৈধভাবে বিলবোর্ড স্থাপন করে বিজ্ঞাপন প্রচার করে আসছে। কোন কোন প্রতিষ্ঠান একটি করে সাইনবোর্ড ব্যবহারের কথা বললেও তারা অবৈধভাবে একাধিক সাইনবোর্ড ব্যবহার করছেন। এ ছাড়া অনেকে নির্ধারিত মাপের চেয়ে বড় আকারের সাইনবোর্ড ব্যবহার করছেন। এতে নগরীর সৌন্দর্যহানির পাশাপাশি ডিএনসিসিকে রাজস্ব আয় থেকে বঞ্চিত করছে।
ডিএনসিসির জনসংযোগ বিভাগ থেকে জানা গেছে, এ বিষয়ে জনগণকে অবহিত করার জন্য বিভিন্ন এলাকায় মাইকিং এবং গণমাধ্যমে গণবিজ্ঞপ্তি প্রচার করা হয়েছে। এর পাশাপাশি ফুটপাত ও মানুষ চলাচলের সড়কে অবৈধ ভাবে রাখা নির্মাণ সামগ্রী ও অন্যান্য স্থাপনা অপসারণে তাৎক্ষণিক নিলাম কার্যক্রম অব্যাহত রয়েছে।
Please Share This Post in Your Social Media