“সংশোধন হতে যাচ্ছে পদ্মা সেতুর রেললাইনের নকশা ”

“সংশোধন হতে যাচ্ছে পদ্মা সেতুর রেললাইনের নকশা ”

121239513 3480542775326339 8149693006525517115 N

মাসুদ পারভেজ (আইডি নং- ৮৭২)
ঢাকা প্রতিনিধি
বিডিইউনিয়ন নিউজ
পদ্মা বহুমুখী সেতুর রেললাইনের নকশায় ত্রুটি দেখা যাওয়ায় সংশোধনের কাজ শীঘ্রই শুরু হতে যাচ্ছে । রেল সচিব সহ অন্যান্য কর্মকর্তারা সাইট পরিদর্শনে গিয়েছেন বলে জানায় সেতু কর্তৃপক্ষ ।
দ্বিতল বিশিষ্ট পদ্মা সেতুর উপরে গাড়ি চলাচলের জন্য চার লেনের রাস্তা এবং নিচের অংশে চলবে ট্রেন । সেতুতে গাড়ি প্রবেশ এবং বের হওয়ার জন্য থাকবে আলাদা আলাদা রাস্তা । এরকম নকশা দিয়েই কাজ চলছে বহুল প্রত্যাশিত এবং মেগাপ্রজেক্ট পদ্মা সেতুর ।
সেতু নির্মাণে কোন ত্রুটি না থাকলেও ত্রুটি দেখা গিয়েছে রেল লাইন নির্মাণে । গাড়ি প্রবেশের রাস্তার উপর দিয়ে ট্রেন প্রবেশ করবে রেলপথে । কিন্তু উচ্চতা কম হওয়ায় গাড়ি চললে সেটি উপরে থাকা রেললাইনের ভায়াডাক্টের সাথে আটকে যাওয়ার পরিস্থিতি সৃষ্টি হয়েছে । তাই সংশোধন করতে হবে রেললাইনের নকশা ।
সেতু কর্তৃপক্ষ জানিয়েছেন, নকশা সংশোধনের পরিকল্পনা গত সপ্তাহেই শুরু হয়েছে । আগামী সপ্তাহে সংশোধিত নকশা জমা দেয়া যাবে বলে আশা করা যায় । তবে অনেকেই মনে করছেন সংশোধনের কাজের জন্য পদ্মা সেতুর নির্মাণ কাজ পিছিয়ে যেতে পারে।

Please Share This Post in Your Social Media

© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY Rayhan