ভালুকায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় শ্রমিকলীগের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- Update Time :
বুধবার, ১৪ অক্টোবর, ২০২০
-
৩৩
Time View
ময়মনসিংহ রিপোর্টার মোঃ মনির হোসেন, কার্ড নং- 539 : – ময়মনসিংহের ভালুকায় জাতীয় শ্রমিকলীগের বর্ণাঢ্য আয়োজনে ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযত মর্যাদায় দিবসটি পালিত হয়েছে। ১২ অক্টোবর সোমবার বিকেলে উপজেলা শ্রমিকলীগের উদ্যোগে শ্রমিকলীগ কার্যালয়ে আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
ভালুকা আঞ্চলিক শ্রমিকলীগ সভাপতি নজরুল ইসলাম সরকারের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক ইব্রাহিম খলিলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সাংসদ আলহাজ্ব কাজিম উদ্দিন আহাম্মেদ ধনু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ জেলার সংরক্ষিত আসনের সংসদ সদস্য মনিরা সুলতানা মনি, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি এড. শওকত আলী, দপ্তর সম্পাদক কাজিম উদ্দিন আহাম্মেদ, ভালুকা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, বীর মুক্তিযোদ্বা গোলাম মোস্তফা খান, বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক তালুকদার, ভালুকা পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিন পাঠান, উপজেলা সেচ্ছাসেবকলীগ সাধারন সম্পাদক জাকির হোসেন শিবলী, জেলা পরিষদ সদস্য মোস্তফা কামাল, উপজেলা মুক্তিযোদ্বা সন্তান কমান্ডের আহবায়ক সাদিকুর রহমান তালুকদার, উপজেলা যুবলীগের সাবেক সাধারন সম্পাদক সালাহ উদ্দিন সরকার, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আরিফ আহাম্মেদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খোকন হোসেন ঢালী, প্রভাষক আফজাল হাসান প্রমূখ।
Please Share This Post in Your Social Media