ঝিনাইগাতীতে প্রতিবন্ধী নারী ধর্ষণ চেষ্টার বিচারের দাবীতে মানববন্ধন
- Update Time :
বুধবার, ১৪ অক্টোবর, ২০২০
-
৩৬
Time View
শেরপুরের ঝিনাইগাতীতে প্রতিবন্ধী নারী ধর্ষণ চেষ্টার বিচারের দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী। ১৪ অক্টোবর বুধবার দুপুর ১২ টায় উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। উল্লেখ্য গত ২৯
সেপ্টেম্বর উপজেলার উত্তর ডেফলাই গ্রামে ১ সন্তানের জননী প্রতিবন্ধী গৃহবধূ (৩০) কে ধর্ষণের চেষ্টা করে একই গ্রামের বাদশা আলীর ছেলে বিল্লাল হোসেন (৪৫)। এ ব্যাপারে ঝিনাইগাতী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। কিন্তু এ রিপোর্ট লেখা পর্যন্ত গ্রেপ্তার হয়নি লম্পট বিল্লাল হোসেন। বরং উল্টো প্রতিবন্ধী নারীর পরিবারকে মামলা তুলে নেয়ার জন্য ভয়-ভীতি ও হুমকি প্রদর্শন করে আসছিল বিল্লাল হোসেন ও তার লোকজন। এর প্রতিবাদে এলাকাবাসী এ মানববন্ধনের আয়োজন করে। উপজেলা পরিষদের সামনে আয়োজিত এ মানববন্ধনে বক্তব্য রাখেন সিদ্দিক মিয়া, বিপ্লব খান, আঃ হাকিম, ইউনুস আলী, রাকিব হোসেন, ছানুয়ার হোসেন, নাজমিন আক্তার, মনিজা খাতুন, রাজিয়া সুলতানা প্রমূখ। বক্তারা অবিলম্বে ধর্ষণের চেষ্টা কারি লম্পট বিল্লাল হোসেনেকে গ্রেফতার ও শাস্তির দাবী জানান।
Please Share This Post in Your Social Media