সারা দেশে প্রতিবাদ চলছে নবী প্রেমিদের

সারা দেশে প্রতিবাদ চলছে নবী প্রেমিদের

286029567 1263760267491597 7552178192989256369 N

মো: জহিরুল ইসলাম , টঙ্গী : আজ পবিত্র জুম্মা নামাজের পর সারা দেশে মুসলমানগন জানিয়ে দিলো প্রিয় নবী মুহাম্মদ (স:) কে যারা অপমান করেছে তাদের দাঁতভাঙ্গা জবাব দিতে বাংলার নবীপ্রেমিরাই যথেষ্ট। এদিকে টঙ্গীর প্রতিটি মসজিদ থেকে জুম্মা নামাজের পর বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল বের করা হয়, এই সব মিছিলে সকল রাজনৈতিক দলের সমর্থকগন সহ হাজার হাজার সাধারন মানুষ অংশ গ্রহন করে। মিছিল শেষ ইসলামিক বক্তারা বলে আমাদের প্রিয় নবি কে নিয়ে যদি কেউ কটুক্তি করার বিন্দু মাত্র সাহস দেখায় তাহলে তাকে কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে,তারা আরও বলেন মোহাম্মদের জন্য আমরা আমাদের জীবন দিতেও প্রস্তুত আছি।

Please Share This Post in Your Social Media

© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY Rayhan