ফুলপুরে মার্সেল শো-রুমে বিজয়ীর হাতে দশ লাখ টাকার চেক তুলে দিলেন চিত্রনায়ক আমিন খান

ফুলপুরে মার্সেল শো-রুমে বিজয়ীর হাতে দশ লাখ টাকার চেক তুলে দিলেন চিত্রনায়ক আমিন খান

286725113 3318217575128946 7910974863656519889 N

রবিউল হক বাবুঃ- ফুলপুর ময়মনসিংহ প্রতিনিধিঃ-
ময়মনসিংহের ফুলপুর উপজেলা ফুলপুর পৌর এলাকার শেরপুর রোডস্থ মার্সেল শো-রুম এন্ড সার্ভিস সেন্টারে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে চেক হস্তান্তর করেছেন চিত্রনায়ক আমিন খান।
জানা যায় মার্সেল শো-রুম থেকে ২১ হাজার টাকার ফ্রিজ কিনে ক্যাশব্যাক অফারের মাধ্যমে দশ লক্ষ টাকা জিতলেন মোঃ শামীন নামে এক গ্রাহক। সোশ্যাল মিডিয়ায় কর্মরত সাংবাদিক প্রতিনিধি মোঃ কামরুল খান জানান মোঃ শামীন উপজেলার চরপাড়া গ্রামের পৌর ১ নং ওয়ার্ডের মোঃ রমজান আলীর ছেলে।
আজ বৃহস্পতিবার (৯ মে) দুপুরে ফুলপুর পৌর এলাকার শেরপুর রোডস্থ মার্সেল শো-রুম এন্ড সার্ভিস সেন্টারে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে চেক হস্তান্তর করা হয়।
এতে উপস্থিত ছিলেন মার্সেল/ওয়ালটন বাংলাদেশের ব্র্যান্ড এম্বাসেডর চিত্রনায়ক আমিন খান, সহ ফুলপুর উপজেলা শাখার মার্সেল/ওয়ালটনের বিভিন্ন নেতৃত্ব কর্মকর্তা বৃন্দ এবং উপজেলা ফুলপুর থানা পুলিশ সদস্য বৃন্দ ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রতিনিধিত্ব সাংবাদিক প্রমুখ।

Please Share This Post in Your Social Media

© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY Rayhan