জনশুমারি ও গৃহগণনা- ২০২২ প্রশিক্ষণ
- Update Time :
রবিবার, ১২ জুন, ২০২২
-
৪৪
Time View
রবিউল হক বাবু ফুলপুর ময়মনসিংহ প্রতিনিধি :ময়মনসিংহ ফুলপুরে বওলা ইউনিয়ন বওলা ডিগ্রি কলেজ প্রাঙ্গনে জনশুমারি ও গৃহগণনা শুমারি সমন্বয়কারী প্রশিক্ষণার্থী ও জোনাল অফিসার এবং আইটি সুপারভাইজারদের নিয়ে ০৪ (চার) দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা।
আগামী ১৫-২১ জুন/২০২২ সারা দেশে একযোগে জনশুমারি ও গৃহগণনা অনুষ্ঠিত হবে। সবার সহযোগিতা প্রত্যাশা করছি বওলা ইউনিয়ন বওলা স্বেচ্ছাসেবক সমাজ সংগঠন ফাউন্ডেশন এর সভাপতি আমি রবিউল হক বাবু সরকার।
Please Share This Post in Your Social Media