পাকুন্দিয়ায় পথে পথে ঘুরে ইফতার বিতরণ করলেন ইশা ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা
- Update Time :
রবিবার, ৯ মে, ২০২১
-
৮১
Time View
আইডি নংঃ ৯৯৬
মোঃ আরিফুল ইসলাম
কিশোরগঞ্জ, প্রতিনিধি।।
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পথে পথে ঘুরে দুস্থ ও পথচারীদের ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার (৭ মে’২১) পৌর বাজারের বিভিন্ন স্পটে পাকুন্দিয়া উপজেলা ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের উদ্যোগে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপজেলা ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের সভাপতি মাহবুবুর রহমান বলেন, বর্তমানে দেশে করোনার প্রাদুর্ভাবের কারণে অনেকেরই খাদ্য সংকট দেখা দিচ্ছে, বেকারত্বের হারও বৃদ্ধি পাচ্ছে। এই কঠিন পরিস্থিতিতে ইশা ছাত্র আন্দোলন অসহায়দেরকে খাদ্য ও ইফতার সামগ্রী বিতরণ করেছে।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইশা ছাত্র আন্দোলনের পাকুন্দিয়া উপজেলা সহ সভাপতি সালমান ফার্সি রিয়াদ, সাধারণ সম্পাদক শাহিন আলম রানা, উপজেলা ইসলামী যুব আন্দোলনের সেক্রেটারি সাখাওয়াত উল্লাহ, ইশা ছাত্র আন্দোলনের সাবেক সহ সভাপতি খাইরুল ইসলাম।
আরো উপস্থিত ছিলেন উপজেলা ইশা ছাত্র আন্দোলনের সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খলিল, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল হাকিম অপু, অর্থ সম্পাদক দিদারুল ইসলাম, কার্যকরী সদস্য আলফাজ সরকার, প্রমুখ।
Please Share This Post in Your Social Media