পাঁচবিবি থানায় ফেন্সিডিলসহ ০৩ নারী মাদক কারবারী আটক ।

পাঁচবিবি থানায় ফেন্সিডিলসহ ০৩ নারী মাদক কারবারী আটক ।

181971834 981608595968390 4029599038093881278 N

অদ্য ০৯-০৫-২০২১ খ্রিঃ রবিবার ১১.৩০ ঘটিকায় জয়পুরহাট জেলার পাঁচবিবি থানা পুলিশ কর্তৃক ৫০ (পঞ্চাশ) বোতল ফেন্সিডিল উদ্ধারসহ তিনজন নারী মাদক কারবারীকে গ্রেফতার করে।
জয়পুরহাটে মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনাকালে পাঁচবিবি থানার এসআই(নিঃ) মোঃ গোলাম মোস্তফা এবং সঙ্গীয় অফিসার ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে পাঁচবিবি থানার পৌরসভা এলাকা হইতে উক্ত মাদকদ্রব্য উদ্ধারসহ তিনজন নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন পাঁচবিবি থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো- ১। মোছাঃ মুন্নি বেগম (২৬) স্বামী- মোঃ আলাউদ্দিন হিরো, গ্রাম-দক্ষিণ বাসুদেবপুর (মধ্য বাসুদেবপুর), ২। মোছাঃ দুলালী বেগম (৩৪) স্বামী-মোঃ আঃ জলিল, গ্রাম-দক্ষিণ বাসুদেবপুর উভয় থানা-হাকিমপুর, জেলা- দিনাজপুর ৩। মোছাঃ সবিতা বেগম (৩৪) স্বামী-মোঃ শাহিনুর হোসেন, গ্রাম-ভীমপুর (বাসস্টান্ড এর পিছনে), থানা-পাঁচবিবি, জেলা-জয়পুরহাট
-ফারুক হোসেন (৯৮৪),
জয়পুরহাট প্রতিনিধি।

Please Share This Post in Your Social Media

© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY Rayhan