ঝিনাইগাতীর -মরিয়মনগর রাস্তার ঢালাই কাজের উদ্বোধন

ঝিনাইগাতীর -মরিয়মনগর রাস্তার ঢালাই কাজের উদ্বোধন

178397640 2878193322455249 4037077004499301895 N

শেরপুর সংবাদদাতাঃ ৮৩১
ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়নের মরিয়মনগর উচ্চ বিদ্যালয়ে যাতায়াতের রাস্তার ৮৮ মিটার আরসিসি ঢালাই কাজের উদ্বোধন করা হয়েছে। ২৭ এপ্রিল মঙ্গলবার সকালে উক্ত কাজের উদ্বোধন করেন, নলকুড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মজনু মিয়া। এসময় অন্যান্যদের মধ্য উপস্থিত ছিলেন, নলকুড়া ইউনিয়ন পরিষদের সচিব মো. সাইফুল ইসলাম, উপজেলা প্রকৌশল অধিদপ্তরের কার্য-সহকারী শেখ তরিকুল ইসলাম, ইউপি সদস্য মো. আব্দুল বারেক, মো. আব্দুর রাজ্জাক, সদস্যা শেফালী বেগম প্রমূখ। ৫লক্ষ টাকা ব্যায়ে উপজেলা প্রকৌলশী অধিদপ্তরের তত্বাবধানে এ নির্মাণ কাজটি হাতে নেয়া হয়। নলকুড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মজনু মিয়া জানান, মরিয়মনগরের মেইন সড়ক থেকে মরিয়মনগর উচ্চ বিদ্যালয়ের রাস্তাটি নির্মানের অভাবে শিক্ষার্থী ও গ্রামবাসীদের চরম দুর্ভোগ পোহাতে হতো। এলাকাবাসী ও বিদ্যালয় কর্তৃপক্ষের অনুরোধে এলজিএসপি প্রকল্প-৩ এর আওতায় ৫ লক্ষ টাকা ব্যায়ে এ রাস্তাটির নির্মাণের উদ্যোগ নেয় নলকুড়া ইউনিয়ন পরিষদ। এ রাস্তাটি পাকাকরণের ফলে বিদ্যালয়ের শিক্ষার্থী, আদিবাসী পল্লীর শত শত এলাকাবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে বলে জানালেন এলাকাবাসী।

Please Share This Post in Your Social Media

© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY Rayhan