কৃষকের ধান কেটে দিয়েছে কিশোরগঞ্জ জেলা যুবলীগের নেতাকর্মীরা

কৃষকের ধান কেটে দিয়েছে কিশোরগঞ্জ জেলা যুবলীগের নেতাকর্মীরা

174260818 485530136233413 176532126136160037 N

আইডি নংঃ ৯৯৬মোঃ আরিফুল ইসলাম করিমগঞ্জ, (কিশোরগঞ্জ) প্রতিনিধি।
কিশোরগঞ্জে বোরো মৌসুমের ধান কাটা শুরু হলেও করোনা মহামারিতে লকডাউনের কারণে কৃষি শ্রমিকদের সংকটে পড়েছেন কৃষকরা।এ অবস্থায় কৃষকের কৃষকের ধান কেটে দিয়েছে কিশোরগঞ্জ জেলা যুবলীগের নেতাকর্মীরা।
বুধবার (২৮ এপ্রিল) সকালে কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার কাইসমা এলাকায় কৃষক শওকত মিয়ার ৩০ শতাংশ জমির ধান কেটে আবার তার বাড়িতে পৌঁছে দিয়েছে জেলা যুবলীগের নেতাকর্মীরা।এতে জেলা যুবলীগের সাথে উপজেলা যুবলীগের অর্ধশতাধিক নেতাকর্মী অংশ নিয়েছে।
জেলা যুবলীগ নেতা রাশেদ জাহাঙ্গীর পল্লব বলেন, করোনা মহামারিতে কৃষকরা যখন তাদের পাকাধান কাটা নিয়ে শঙ্কায় রয়েছেন, তখন তাদের পাশে এসে দাঁড়িয়েছে যুবলীগ। আমরা কৃষক শওকত মিয়ার ৩০ শতাংশ জমির ধান কেটে দিয়েছি।
কৃষক শওকত মিয়া বলেন, দুঃসময়ে যুবলীগের নেতাকর্মীরা আমার জমির ধান কেটে দেওয়ায় আমি তাদের প্রতি কৃতজ্ঞ।
এ সময় কিশোরগঞ্জ জেলা যুবলীগ নেতা রাশেদ জাহাঙ্গীর পল্লবের নেতৃত্বে ধান কাটায় অংশ নেন জেলা যুবলীগ নেতা পায়েল,শাহ মুরাদ,পারভেজ,রিদয়, তুষার,হোসেনপুর উপজেলা যুবলীগ নেতা রুবেল,অপু,পারু ও জুয়েল সহ আরও অনেকেই।

Please Share This Post in Your Social Media

© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY Rayhan