ঝিনাইগাতীতে বিদ্যুৎপৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
- Update Time :
বুধবার, ২৮ এপ্রিল, ২০২১
-
৫০
Time View
শেরপুরের ঝিনাইগাতীতে বিদ্যুৎপৃষ্ট হয়ে মো. চাঁন মিয়া (৩৫) নামের এক যুবকের মৃত্যুে হয়েছে। নিহত যুবক উপজেলার মালিঝিকান্দা ইউনিয়নের জোলগাঁও গ্রামের মো. আব্দুর রহমানের ছেলে। ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলবার দিবাগত রাত ৮ ঘটিকায়।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, যুবক চাঁন মিয়া তার নিজস্ব্য ধান মাড়াই মেশিন নিয়ে জনৈক সদর আলীর বাড়িতে ধান মাড়াই শেষে বের হয়ে আসার সময় রাস্তার উপর বিদ্যুতের তারে মাড়াই মেশিনের স্পর্শে বিদ্যূতায়িত হয়। এলাকাবাসী ও তার আত্বীয়-স্বজনরা দ্রুত চাঁন মিয়াকে উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক যুবক চাঁন মিয়াকে মৃত ঘোষণা করেন। যুবক চান মিয়ার মৃত্যু সংবাদে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহত যুবক চাঁন মিয়া ২ কণ্যা সন্তানের জনক। এ ব্যাপারে ঝিনাইগাতী থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ফায়েজুর রহমান সত্যতা নিশ্চিত করেছেন।
Please Share This Post in Your Social Media