লৌহজংয়ে মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ
- Update Time :
বুধবার, ১৬ ডিসেম্বর, ২০২০
-
২৩
Time View
আইডি নং-৭৫৩
লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মৌছামান্দ্রা গ্রামের বালুর মাঠে মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ অনুষ্ঠান হয়েছে। গতকাল বুধবার সকালে মৌছামান্দ্রা যুব সমাজের আয়োজনে কাজির পাগলা মুক্তিযোদ্ধা ইউনিটের প্রতিষ্ঠাতা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের রেকর্ডিং সুপারভাইজার বীর মুক্তিযোদ্ধা শফিউর রহমান দুলু প্রধান অতিথির বক্তব্য রাখেন।
কাজিরপাগলা মুক্তিযোদ্ধা ইউনিটের প্রতিষ্ঠাতা সদস্য বীর মুক্তিযোদ্ধা শেখ কামাল উদ্দিনের সঞ্চালনায় ইউনিটের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা সদস্যদের মধ্যে স্মৃতিচারণা করেন মোয়াজ্জেম হোসেন মৃধা, মোবারক হোসেন মকবুল, মাহবুবুল আলম অরুণ, মোতালেব হোসেন মৃধা, আওলাদ হোসেন, আবুল হোসেন খান প্রমুখ।
বর্তমান প্রজন্মের শেখ বাবু, সাখাওয়াত হোসেন তানজিল ও আবু সায়ীদ খান স্বপন নামে তিন তরুণ মুক্তিযুদ্ধ সম্পর্কে মুক্তিযোদ্ধাদের বিভিন্ন প্রশ্ন করেন।
স্মৃতিচারণ অনুষ্ঠানের শুরুতে বীর মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।
Please Share This Post in Your Social Media