লৌহজংয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান বিজয় দিবস
- Update Time :
বুধবার, ১৬ ডিসেম্বর, ২০২০
-
১৫
Time View
আইডি নং-৭৫৩
লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের লৌহজংয়ে যথাযোগ্য মর্যাদায় ৪৯তম মহান বিজয় দিবস পালন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে বুধবার উপজেলা প্রশাসনের উদ্যোগে সকল বীর শহিদ ও বীর মুক্তিযোদ্ধার প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়েছে। অন্যান্য কর্মসূচির মধ্যে প্রত্যুষে ৩১ বার তোপধ্বনি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল হিমালয়ে পুষ্পস্তবক অর্পণ, জুম অনলাইন প্লাটফর্মে ”জাতির পিতার স্বপ্নের সোনার বিনির্মাণে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে জাতীয় অর্জন” শীর্ষক আলোচনা সভা, শহীদ বীর মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফিরাত মাগফিরাত কামনা করে ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা করা হয়।
এ ছাড়া উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ওসমান গণি তালুকদার ও সাধারণ সম্পাদক আব্দুর রশিদ শিকদারের নেতৃত্বে আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে বক্তব্য রাখেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হুমায়ুন কবির, সহকারী কমিশনার (ভূমি) মু. রাশেদুজ্জামান খান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তপন, মহিলা ভাইস চেয়ারম্যান রিনা ইসলাম, উপজেলা আওয়ামী লীগের তিন যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান, শেখ আনোয়ার হোসেন ও বিএম শোয়েব, সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন মোড়ল, আবু ফয়সাল নিপু ফকির, উপজেলা যুবলীগের সভাপতি আলমগীর কবির খান, সাধারণ সম্পাদক শাহজাহান খান সাজু, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. মর্তুজা খান, কনকসার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক মোস্তাক আহম্মেদ নূর নবী, কুমারভোগ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সেলিম দেওয়ান, উপজেলা ছাত্রলীগের সভাপতি ফরহাদ হোসেন ইমন ও সাধারণ সম্পাদক অনয় হাসান প্রমুখ।
এ ছাড়া উপজেলার বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনগুলো নানা কর্মসূচির মাধ্যমে ৪৯তম বিজয় দিবস পালন করেছে।
Please Share This Post in Your Social Media