যশোরে বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের বিজয় দিবস উদযাপন

যশোরে বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের বিজয় দিবস উদযাপন

131023547 1246642559053102 5301760871781204447 N

এস. এম. শফিক, যশোর (৭১৮) প্রতিনিধি:
মহান বিজয় দিবস ২০২০ উপলক্ষে বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ যশোর জেলা শাখা ও শহীদ মশিয়ূর রহমান আইন মহাবিদ্যালয়, শাখার পক্ষ থেকে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে যশোর মনিহার চত্ত্বরে অবস্থিত “বিজয় স্তম্ভে” শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। সংগঠনের জেলা শাখা সভাপতি জনাব মশিউর রহমান শান্ত’র নেতৃত্বে এ শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।
এ সময় সংগঠনের পক্ষে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক জনাব মীর ফিরোজ, শহীদ মশিয়ূর রহমান আইন মহাবিদ্যালয় শাখার সভাপতি জনাব আসাদুল বিশ্বাস আসাদ, সাধারণ সম্পাদক মোঃ কোরবান আলী সনি।
এছাড়া আরও উপস্থিত ছিলেন শহীদ মশিয়ূর রহমান আইন মহাবিদ্যালয় শাখার সহ-সভাপতি আরেফিন রিফাত, মোঃ এলতাজ উদ্দিন রানা, যুগ্ন সাধারন সম্পাদক মোঃ আবু কালাম, মো: সালাউদ্দিন কবীর, সাংগঠনিক সম্পাদক মোঃ মনিরুজ্জামান সুইট, সালাউদ্দিন আমিন, সহ-সাংগঠনিক সম্পাদক মিষ্টি, সহ -প্রচার সম্পাদক সুলতানা বুলবুলি কেয়া, সহ-ছাত্রী বিষয়ক সম্পাদক আলিফা সুলতানা লিটা, সহ-মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোঃ শামীম রেজা, শিল্প ও গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ মাসুম বিল্লাহ এবং কার্যকরী সদস্য মো: ইমামুল হোসেন, রুমা, রাবেয়া তিথি, সুমাইয়া, হাবিব, বিপ্লব প্রমূখ। শ্রদ্ধা নিবেদনের সার্বিক অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জনাব মোঃ আজিজুল মৃধা।

Please Share This Post in Your Social Media

© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY Rayhan