হুমায়ুন কবির,আইডি নং ৭৩৩, রাণীশংকৈল ( ঠাকুরগাঁও) সংবাদদাতা।। ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ১৫ আগস্ট শনিবার সামাজিক দূরত্ব বজায় রেখে রাণীশংকৈল আলী আকবর মেমোরিয়াল অটিস্টিক ও প্রতিবন্ধী স্কুলে জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪৫ তম শাহাদৎ বার্ষিকী পালিত হয়। এ উপলক্ষে এদিন সকালে স্কুল হলরুমে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাকিব হাসান রকির সভাপতিত্বে আলোচনা ও দোয়া-খায়েরের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাবেক যুগ্ন সম্পাদক ও বিশিষ্ট ঠিকাদার আনিসুর রহমান বাকী, কবি, গীতিকার ও সিনিয়র ইত্তেফাক প্রতিনিধি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রভাষক প্রশান্ত বসাক, রাণীশংকৈল প্রেসক্লাব সাধারণ সম্পাদক ও কালের কন্ঠের প্রতিনিধি প্রভাষক সফিকুল ইসলাম শিল্পী,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক জাকারিয়া হাবিব ডন, স্কুলের শিক্ষক, ম্যানেজিং কমিটির সদস্য প্রমুখ। পরে বঙ্গবন্ধুসহ তার পরিবারের সকল শহিদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়।