থানাবাজার লতিফিয়া ফুরকানিয়া দাখিল মাদ্রাসার সহ-সুপার, মাও. আব্দুল মুকিত (মাতারগ্রামী) হুজুর গত রাত ১১ ঘটিকায় সিলেট রাগীব রাবেয়া মেডিকেলে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহী রাজিউন।
মরহুমের জানাযার নামাজ আজ বাদ জোহর, বেলা ২ঘটিকায় নিজ বাড়ীর সম্মুখে অনুষ্ঠিত হবে।