গত ২ আগস্ট সাতক্ষীরার কলারোয়া উপজেলার ১১ নম্বর দেয়াড়া ইউনিয়নের এক ঝাঁক তরুণের প্রচেষ্টায় আত্মপ্রকাশ ঘটলো ত্রৈমাসিক সাহিত্য সাময়িকী ‘মহুয়া’। সাময়িকীটি সম্পাদনা করেছেন গাজী তৌহিদ।
করোনাকালীন সময়ে অধিকাংশ শিক্ষার্থীরা বাড়িতে বসে আছে। অবসরের যেন অন্ত নেই, এই অবসরকেই কাজে লাগাতেই এই উদ্যোগ। প্রাথমিক অবস্থায় ইউনিয়ন কেন্দ্রীক হলেও পরবর্তীতে সবখানে ছড়িয়ে দেয়ার ইচ্ছায় মহুয়া’র আত্মপ্রকাশ। সাময়িকী প্রকাশ কাজে সম্পৃক্ত ছিল ইউনিয়নের ১৯ জন তরুণ-তরুণী। ৪০ পৃষ্ঠার সাময়িকীতে গল্প, কবিতা, ছড়া, প্রবন্ধ, ভ্রমণ কাহিনী, মনের কথা, স্মৃতিকথা, পাঠ-প্রতিক্রিয়াসহ বিভিন্ন শিক্ষামূলক লেখা প্রকাশিত হয়েছে। বর্তমান সময়ে শিক্ষার্থীরা বেশির ভাগই পাঠ্য বইয়ের বাইরের পড়াশোনায় অনাগ্রহ লক্ষ্যণীয় এবং ইন্টারনেট, ফেসবুক, মোবাইল গেমে আসক্ত হয়ে পড়ছে। মহুয়া তাদেরকে এইসব আসক্তি থেকে দূরে রাখার পাশাপাশি মেধা ও মননের বিকাশে সহায়তা করবে বলে আশা ব্যক্ত করেছেন আত্মপ্রকাশ অনুষ্ঠানের অতিথিরা। মহুয়া সাহিত্য সাময়িকী প্রকাশের পাশাপাশি সামাজিক কার্যক্রম পরিচালনা করার বিষয়ে ঘোষণা দেন সহযোগী সম্পাদক ডা. গাজী আশিক বাহার।
এস. এম. শফিক, যশোর (৭১৮) প্রতিনিধি