নওগাঁর পোরশায় বিট পুলিশিং কার্যক্রম এর উদ্বোধন করেন-পুলিশ সুপার

নওগাঁর পোরশায় বিট পুলিশিং কার্যক্রম এর উদ্বোধন করেন-পুলিশ সুপার

101

হুমায়ন কবির , পোরশা (নওগাঁ),
০১৭৮৩২৩০৭৩৬

নওগাঁর পোরশায় নিতপুর ইউনিয়ন পরিষদে বিট পুলিশিং কার্যক্রম এর উদ্বোধন করেছেন নওগাঁ জেলা পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিঞা বিপিএম।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪ ঘটিকার সময় নিতপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে এ বিট পুলিশিং কার্যক্রম এর উদ্ভোধন করা হয়।
এসময় প্রধান অতিথীর বক্তব্যে পুলিশ সুপার মান্নান মিঞা বলেন, পুলিশকে জনমুখী ও জনবান্ধব হিসেবে গড়ে তোলতে কাজ করছে বর্তমান সরকার।

দেশের প্রতিটি থানার প্রত্যেক ইউনিয়নের প্রত্যন্ত এলাকা গুলোতে স্বল্প খরচে পুলিশিং সেবা পৌছে দেওয়ার জন্যই এই বিট পুলিশিং কার্যক্রম।

এই বিট পুলিশিং এর মাধ্যমে মানুষ অল্প সময়ে কোন ধরণের হয়রাণি ছাড়ায় কাঙ্খিত সেবা পাবেন বলেও জানান করেন তিনি।
পোরশা থানা পুলিশের আয়োজনে সাব-ইন্সপেক্টর সোহাইল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাপাহার সার্কেল এএসপি বিনয় কুমার, উপজেলা আ‘লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন মোল্লা, ভাইস চেয়ারম্যান কাজিবুল ইসলাম, নিতপুর ইউপি চেয়ারম্যান শাহ্ মোঃ আবুল কালাম চৌধুরী।

অফিসার ইনচার্জ (ওসি) শফিউল আযম খান এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মর্সিদপুর ইউপি চেয়ারম্যান শাহাদাত হোসেন, ছাওড় ইউপি চেয়ারম্যান ফকরুদ্দীন আলি আহম্মদ, তেতুলিয়া ইউপি চেয়ারম্যান তাইজুল ইসলাম, ঘাটনগর ইউপি চেয়ারম্যান বজলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুস সাত্তার, ওয়ার্ড সদস্যগণ, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY Rayhan