মোঃ কামরুল ইসলাম খান
আইডি নং ৮৩৫
মির্জাপুর, টাংগাইল
মির্জাপুর -উয়ার্শী – বালিয়া- ধামরাই মহাসড়কে বন্যার কারনে উয়ার্শী ইউনিয়নে উওর রোয়াইল বাজার থেকে বরটিয়া বাজার পর্যন্ত গত ১৩ / ৮ / ২০২০ তারিখে রাস্তা ভেঙ্গে গেছে। এতে এই সড়ক দিয়ে চলাচল খুবই ঝুকিপূর্ন হয়ে দারিয়েছে। বন্যা সময় রাস্তা ভেঙ্গে যাওয়ার কারনে চলাচলের জন্য নৌকা ছারা আর কোন যানবাহন নেই। এই রাস্তা উয়ার্শী ইউনিয়ন থেকে মির্জাপুর চলাচলের একমাত্র রাস্তা। এই রাস্তা বন্ধ হয়ে যাওয়ার কারনে মানুষের প্রচুর অসুবিধা হচ্ছে। ঐ এলাকার আসে পাসের লোকের কাছে জানতে চাইলে তারা বলে উত্তর রোয়াইল বড় ব্রিজ টি ঝুঁকির মুখে রয়েছে। নৌ যানের ভাড়া নিয়ে জিগ্যাসা করলে তারা বলেন রাস্তা ভাঙ্গার কারনে নৌ চালক কে বেশি ভাড়া দিতে হচ্ছে।