বিডি ইউনিয়ন নিউজ অনলাইন সংস্করণে প্রতিনিধি হিসেবে কাজ করার জন্য আগ্রহীরা যোগাযোগ করুন।
যোগ্যতাসমূহ :
১. সর্বনিম্ন উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, বয়স ১৮ থেকে ৪৫।
২. উপস্থিত বুদ্ধিমত্তার অধিকারী হতে হবে।
৩ সৃজনশীল লেখালেখিতে যথেষ্ট দক্ষতা থাকতে হবে।
৪. সম্বনীত ভাবে কাজ করার মানসিকতা থাকতে হবে।
৫. কাজে দৃঢ় ও সাহসী হতে হবে।
৬. মাদক মুক্ত হতে হবে।
শর্তসমূহ :
১. কর্মরত জেলা ও উপজেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।
২. কপি নিউজ করা যাবে না।
৩. পুরানো নিউজ করা যাবে না।
৪. ঘটনার সঙ্গে সঙ্গে নিউজ করে পাঠাতে হবে।
৫. মাসে অন্তত দুটি জনদুর্ভোর্গের প্রতিবেদন করে পাঠাতে হবে।
৬. স্থানীয় মানুষের সঙ্গে পরিচিতি বাড়াতে হবে।
৭. রাষ্ট্রদ্রোহী ও স্বাধীনতা বিরোধী প্রতিবেদন করা যাবে না।
০৮. প্রতিবেদন প্রেরণকারীর নাম , আইডি ও মোবাইল নাম্বার তার প্রেরণকৃত রিপোর্ট এ থাকতে হবে।
সুযোগ সুবিধা :
১. পেশাগত দায়িত্ব পালনে কোন আইনি জটিলতায় সংবাদকর্মীকে পত্রিকা থেকে আইনি সহায়তা প্রদান করা হবে।
২. বিজ্ঞাপনের ৫০ ভাগ প্রদান করা হবে
০৩. প্রতিনিধি দেরকে ছবি সহ আমাদের প্রকাশিত অনলাইন পত্রিকা বিডি ইউনিয়ন নিউজ এর আইডি কার্ড ও মাল্টিকালার Reflective বাইক ষ্টিকার – Multi color Reflective Bike sticker প্রদান করা হবে।
০৪ . আমাদের সদস্য দের জন্য থাকছে সাংবাদিকতা শিখার 40 টি PDF books + 42 pdf hand note
Note Note Note : প্রতিনিধি দেরকে ছবি সহ আমাদের প্রকাশিত অনলাইন পত্রিকা বিডি ইউনিয়ন নিউজ এর আইডি কার্ড ও মাল্টিকালার Reflective বাইক ষ্টিকার + সাংবাদিকতা শিখার 40 টি PDF book+ 42 pdf hand note এবং ১২ মাস সংবাদ প্রকাশ এর জন্য ২০৫০ টাকা প্রদান করতে হবে ।কারণ আমরা একটি Paid Media Service Organization । প্রতিনিধি হতে চাইলে বুকিং ফি / ১ম কিস্তি ৫৫০ টাকা বিকাশ করুন Help line / Bkash 01831910346 + ২য় কিস্তি ১৫০০ টাকা ১৫ দিন পর আইডি কার্ড ও মাল্টিকালার Reflective বাইক ষ্টিকার নেওয়ার সময় নিজ জেলা সদরের সুন্দর বন কুরিয়ার এ প্রদান করতে হবে
নিয়োগ প্রক্রিয়া :
যারা প্রতিনিধি হিসাবে কাজ করতে ইচ্ছুক তারাই কেবল এই প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন।
বুকিং ফি / ১ম কিস্তি ৫৫০ টাকা বিকাশ এ পাঠিয়ে কথা বলুন Help Line / bkash 01831910346 ।
যোগাযোগ: 01831910346