রিপোর্টার কৃষিবিদ আতিকুর
দেলদুয়ার প্রতিনিধি
আই ডি নং ৭৩১
বিডি ইউনিয়ন নিউজ
আজ এলাসিন ইউনিয়নের মুশুরিয়া উত্তর পাড়া বর্নার পানির স্রোতে শত শত মানুষের চলাচলের রাস্তা ভেঙে যায়।
বিষয় টি নজরে আসে বাংলাদেশ ছাত্রলীগ সাবেক সাধারণ সম্পাদক জননেতা জনাব গোলাম রাব্বানী সাহেবের।
তাৎক্ষনিক নির্দেশ প্রধান করেন গ্রামের ছেলে বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা মহানগর উত্তর সহ-সভাপতি জনাব উজ্জ্বল আহামেদ কে।
পরবর্তীতে সুন্দর টেকসই সাধারণ মানুষের চলাচলের সুবিধায় অটো সিএনজি মটর সাইকেল চলাচলের জন্য বাঁশের সাকো নির্মান করেন।
এবং গ্রাম বাসীর পক্ষ থেকে বিশিষ্ট সমাজ সেবক, মুশুরিয়া বায়তুল উলুম ফোরকানিয়া কেন্দ্রীয় মাদ্রাসার সভাপতি জনাব উসমান গনি সাহেবের সাথে ভিডিও কলে কথা বলেন গোলাম রাব্বানী সাহেব এবং স্থায়ী সমাধানের আশ্শাস প্রধান করেন।
এতে মুশুরিয়া গ্রাম বাসীর অত্যন্ত আনন্দিত।
উপস্তিত ছিলেন গ্রাম বাসী, ছাত্রলীগ নেতা আরিয়ান পাবেল যুগ্ন সাধারণ সম্পাদক দেলদুয়ার উপজেলা ছাত্রলীগ।
আবদুল সালাম, মোঃ শাহ জাহান মিয়া। যুব সমাজ উপস্থিত ছিলেন।