উপজেলা প্রশাসনের সহযোগিতায় একটি স্বপ্নের সফল বাস্তবায়ন

উপজেলা প্রশাসনের সহযোগিতায় একটি স্বপ্নের সফল বাস্তবায়ন

288474843 3322791984671505 5797162349908768403 N

রবিউল হক বাবু ফুলপুর ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহের তারাকান্দা উপজেলাধীন ঢাকুয়া ইউনিয়নের গীর্দাপাড়াসহ কয়েকটা গ্রাম মূল সড়ক থেকে একটি খালের উপর ব্রীজ না থাকায় যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন ছিল।
মাননীয় প্রতিমন্ত্রী জনাব শরীফ আহমেদ এমপি মহোদয় ইতোমধ্যে উক্ত খালে ব্রীজ নির্মাণের প্রয়োজনীয় সকল নির্দেশনা প্রদানের পর কিছুদিন পূর্বে ব্রীজটি নির্মানের জন্য কার্যাদেশ প্রদান করা হলেও বর্ষামৌসুম চলে আসায় ঠিকাদার প্রতিষ্ঠান কাজ করতে পারেনি।
বর্তমানে ব্রীজটি না থাকায় গীর্দপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরাসহ, কৃষিপন্য বাজারে নেয়া এবং সাধারণ লোকজনের যাতায়াতের কথা চিন্তা করে মাননীয় প্রতিমন্ত্রী জনাব শরীফ আহমেদ এমপি মহোদয়ের নির্দেশনামতে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান একরামুল হক তালুকদার, স্থানীয় জনসাধারনসহ উপজেলা প্রশাসনের সহযোগিতায় ছোট্ট এই প্রয়াস বাস্তবায়ন সফলভাবে সম্পন্ন হয়েছে।
সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানান উপজেলা প্রশাসন সহ ইউনিয়ন চেয়ারম্যান মহোদয়।

Please Share This Post in Your Social Media

© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY Rayhan