ফুলপুরে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব-১৭) অনুষ্ঠিত

ফুলপুরে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব-১৭) অনুষ্ঠিত

281405516 3299431620340875 5061008394832119551 N

রবিউল হক বাবু ফুলপুর ময়মনসিংহ প্রতিনিধিঃ
ময়মনসিংহের ফুলপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব অনূর্ধ্ব-১৭ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত হয়েছে ।
উক্ত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব অনূর্ধ্ব-১৭ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার শীতেষ চন্দ্র সরকারের সভাপতিত্বে, ১৪ মে, ২০২২ ভেন্যু -ফুলপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় খেলার মাঠ বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধনী ম্যাচে রামভদ্রপুর ইউনিয়ন ছনধরা ইউনিয়নকে ২-০ গোলে পরাজিত করে।
গত রবিবার (১৫ মে) বিকালে ফুলপুর পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে ফুলপুর উপজেলা প্রশাসনের আয়োাজনে এ ফুটবল টুর্নামেন্টের ২ য় দিনের খেলা অনুষ্ঠিত হয়।
আজ (১৬ মে) ফুটবল টুর্নামেন্টের ৩ য় দিনের খেলা পয়ারী বনাম রামভদ্রপুর ২-২ গোলে ড্র ট্রাইবেকারে রামভদ্রপুর ৪-৫ ট্রাইবেকারে ১ গোলে জয়ী রামভদ্রপুর, এবং রূপসী বনাম সিংহেশ্বর ফুটবল টুর্নামেন্ট ড্র হওয়ায় ট্রাইবেকারে বিজয়ী রুপসী ইউনিয়ন।
ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার শীতেষ চন্দ্র সরকারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা আক্তার ববি, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কামরুল হাসান কামু, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তা দারুস সলাম, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আনিসুর রহমান ( স্বপন), বওলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাহবুব আলম ডালিম তালুকদার সহ মেম্বার সদস্য বৃন্দ ও খেলোয়ার বৃন্দ এবং বিভিন্ন স্তরের ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিক প্রমুখ।
অনুষ্ঠান পরিচানা করেন, ক্রীড়া সংস্থার সদস্য মাজারুল ইসলাম সোহেল, বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট
দ্বিতীয় দিনের খেলার ফলাফলঃ-(১) বালিয়া ১- ভাইটকান্দি ০(২) বওলা ১- রহিমগঞ্জ ১ টাইব্রেকারে বওলা ৪-২ গোলে রহিমগঞ্জকে পরাজিত করে।
খেলার সমাপ্তিতে আগামীকালের অন্যান্য সকল ম্যাচে আবারও খেলা দেখার সকলকেই আমন্ত্রিত করেন।

Please Share This Post in Your Social Media

© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY Rayhan