ফুলপুরে স্বাস্থ্য কমপ্লেক্সে আন্তর্জাতিক নার্স দিবস উদযাপন
- Update Time :
বৃহস্পতিবার, ১২ মে, ২০২২
-
৫৭
Time View
রবিউল হক বাবু ফুলপুর ময়মনসিংহ প্রতিনিধিঃ
ময়মনসিংহের ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১২ ই মে (বৃহস্পতিবার) আন্তর্জাতিক নার্স দিবস পালিত হয়েছে।
সারাদেশের ন্যায় ময়মনসিংহ জেলাধীন ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বতঃস্ফূর্তভাবে আলোচনা সভা, র্যালি ও কেক কাটা আয়োজন করা হয়েছে।
জানা যায়, আধুনিক নার্সিং পেশার অগ্রদূত ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মদিন উপলক্ষে প্রতি বছর এই তারিখে বিশ্বব্যাপী পালিত হয় আন্তর্জাতিক নার্স দিবস। এবারের দিবসটির প্রতিপাদ্য হচ্ছে স্বাস্থ্য ব্যবস্থায় শক্তিশালী নার্স নেতৃত্বের কোনো বিকল্প নেই। বিশ্বব্যাপী স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এবং নার্সদের অধিকার রক্ষা করতে নার্সিং সেক্টরে বিনিয়োগ বাড়ান।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আলোচনা সভা, র্যালি ও কেক কাটায়,এসময় উপস্থিত ছিলেন ফুলপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জায়েদ মাহবুব খান ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ প্রাণেশ চন্দ্র পন্ডিত সহ হাসপাতাল কর্তৃপক্ষ নার্সবৃন্দ।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিক প্রতিনিধি বৃন্দ।
Please Share This Post in Your Social Media